scorecardresearch

বিচ্ছেদ রটনা! নিন্দুকদের মুখে ছাই দিয়ে বন্ধুর জন্মদিনে হাতে-হাত ধরে নীল-তৃণা

দিব্যি আনন্দে মাতলেন নীল-তৃণা! তারপর?

neel trina, neel trina wedding rumors, neel trina actor couple
নীল-তৃণার যুগলবন্দি

কে বলেছে টলিপাড়ার অন্দরে শুধুই বিবাহ বিচ্ছেদ? একতরফা সব মন্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে এবার আবারও একসঙ্গে নীল-তৃণা। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদ নিয়ে শোরগোল, হাজার মন্তব্যের পরেও বিতর্কের শেষ নেই।

বন্ধুর মেয়ের জন্মদিনে হাজির হয়েছিলেন দুজনেই। সেখানেই দুই তারকা যে দারুণ আনন্দ করেছেন একথা বলাই যায়। বন্ধুর মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন দুজনে। তৃণা সেই ছবি শেয়ার করে লিখলেন, “আমার সবথেকে প্রিয় বন্ধুর মেয়ে। আমায় মাসি বলে ডাকে। এত ভালবাসে আমায় যে বলে বোঝানো যাবে না”। জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তৃণা।

এদিকে, নীল নিজেও উপস্থিত সেই জন্মদিনের পার্টিতে। একদিকে যেমন বন্ধুর মেয়ের জন্মদিন অন্যদিকে বন্ধুরও জন্মদিন। তাই তো, রসিকতার সুরেই নীল লিখলেন- “দুটো জন্মদিন কিন্তু একটা ট্রিট। এটা তো স্ক্যাম। তদের দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা”। কিন্তু সমস্ত বিতর্ককে হাওয়ায় উড়িয়েই একে অপরের ছবিতে লাইক ঠুকেছেন নীল এবং তৃণা। বন্ধুদের সঙ্গে নিয়ে সেলফিও তুলেছেন তাঁরা।

neel trina, neel trina wedding rumors, neel trina actor couple, neel trina divorce rumors, neel trina update, neel trina life, neel trina actor actress, neel trina update about wedding

আরও পড়ুন [ ‘দেশ আগে..’, পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন না, সাফ কথা রণবীর কাপুরের ]

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই শোরগোল, একসঙ্গে নাকি থাকছেন না নীল-তৃণা। যদিও বারবার সেই কথা গুজব হিসেবেই হাওয়ায় উড়িয়েছেন দুজনে। বিরক্তির সুরেই তৃণা জানিয়েছিলেন, “সংসার তো আমরা করছি, মানুষ এতকিছু কি করে জানেন”? আবার নীল ভ্যালেন্টাইন্স ডে-র দিন ছবি শেয়ার করেই লিখেছিলেন, “এখন ছবি আপলোড করা সবথেকে গুরুত্বপূর্ণ, তাই”!

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Neel trina divorce rumors couple at bffs birthday party