scorecardresearch

‘একসঙ্গে ছবি না দিলেই বিচ্ছেদ?’ বৈবাহিক সম্পর্কের ‘কাঁটাছেড়া’ নিয়ে তিতিবিরক্ত নীল! বললেন…

শেষ কিছুমাসে নানান গুজব, রেগে গিয়ে কী বললেন নীল?

neel trina, neel trina divorce, trineel updates
তৃনীলের বিচ্ছেদ?

তারকা দম্পতি হোক বা প্রেমিক যুগল একে অপরের সঙ্গে প্রেম না করলেই বিচ্ছেদ! অন্তত টলিউডের অন্দরে যা ঘটছে তা দেখে সকলেরই গেল গেল রব। নীল তৃণার সংসারে নাকি ভাঙন… কী বলছেন অভিনেতা?

কিছুদিন আগেই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণা। এবার নীল ও সমস্ত ঘটনাকে গুঞ্জন বলেই দাবি করেছেন। বেশ কিছুদিন ধরে নীল তৃণার জীবনে যা ঘটছে তাকে কেন্দ্র করেই নানান মন্তব্য। কখনও তাঁদের অভিযোগ তৃণাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নি নীল আবার কখনও বিবাহবার্ষিকীতে একাই দুবাই উড়ে গিয়েছেন অভিনেতা। যদিও একথা অজানা নয়, কাজের সূত্রেই মরুর দেশে পাড়ি দিয়েছিলেন তিনি।

তবে বিবাহবার্ষিকী উপলক্ষে ছবি পোস্ট করতে ভুল হয়নি তাঁদের। এমনকি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছবি পোস্ট করে নীল ক্যাপশনে লিখেছিলেন, “ভ্যালেন্টাইন্স স্পেশ্যাল, এখন তো আবার ছবি না দিকে খুব মুশকিল।” সেই প্রসঙ্গেই এবার নিজের মতামত শেয়ার করলেন। এক সাক্ষাৎকারে নীল বললেন, “ছবি না দিলে এখন খুব মুশকিল পড়তে হয় দেখলাম ইনস্টাগ্রামে খুশি না দেখালে হয়তো এটাই প্রমাণ হয় যে আমরা আনন্দে নেই। মানুষ গসিপ শুনতে ভালবাসেন”।

কিন্তু এত কিছুর সূত্রপাত কোথা থেকে? তৃণার জন্মদিনে নাকি শুভেচ্ছা জানান নি নীল! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নি অভিনেতা। যদিও তৃণা দাবি করেছিলেন নীলের শুভেচ্ছা ছিল সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা এ প্রসঙ্গে জানিয়েছিলেন, বাড়িতে সেলিব্রেশন হয়েছিল। কেক কাটা, আনন্দ সবকিছুই ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়নি। তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, সুন্দর সুন্দর উপহার থেকে বঞ্চিত হননি তৃণা। ঘড়ি থেকে ম্যাকবুক কিছুই বাদ পড়েনি। সবই কিনে দিয়েছেন তৃনাকে।

এখন পান থেকে চুন খসলেই বিপদ! কোন তারকা সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় নয়, সেই থেকেও সমস্যার শেষ নেই। কাছের মানুষের সঙ্গে পোস্ট না করলেই বিচ্ছেদের গুঞ্জন! রীতিমতো বিরক্ত নীল ভট্টাচার্য।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Nil trina divorce actor answers on rumors