Advertisment
Presenting Partner
Desktop GIF

শাশুড়ির বালতি কিনতে ন্যাড়া হবে পর্ণা! বাবুর মা-কে তুলোধোনা বাংলারে বৌমাদের

ধারাবাহিকের জেরে তুমুল চর্চা নেটপাড়ায়!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bengali serial, nim fuler madhu, bangla zee serials

বিরাট চুলোচুলি ধারাবাহিকে!

বাংলা সিরিয়াল মানেই চুলোচুলি, একথা অনেকেই বলে থাকেন। তবে, এই বাংলা সিরিয়ালে সোজা চুল নিয়ে অশান্তি হবে এমন কিছুও মানা যায়? ভয়ঙ্কর অবস্থা নিম ফুলের মধু ধারাবাহিকে। এর আগেও, অদ্ভুত সব নিয়ম কানুন দেখিয়েই দর্শকদের ক্ষোভের মুখে পড়েছিল অনেক ধারাবাহিক, এবার সোজা শাশুড়ি বৌমার মধ্যে চুল নিয়ে ঝগড়া!

Advertisment

শাশুড়িকে জব্দ করতেই সোজা ন্যাড়া হওয়ার প্রস্তাবনা দিয়ে বসল পর্ণা। আর তাঁর এই কাণ্ডে হেসে খুন নেটপাড়া। ধারাবাহিকে টপিকের অভাব পড়েছে? যে এইসমস্ত কিছু দেখানো হচ্ছে? জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়। জমানো চুল দিয়ে বাসন কেনার এতই শখ যে বাড়ির বউকে এহেন অপমান! বেশিরভাগ মানুষের দাবি, ভাল কিছু দেখান না... এগুলো কি ধরনের? কেউ কেউ তো টক্সিক সিরিয়াল বলেও ব্যক্ত করলেন। যারা এই সিরিয়াল দেখেন তারাও অসুস্থ বলে দাবি করেছেন অনেকে।

কী ঘটেছে আসলে? জমানো চুল দিয়ে প্লাস্টিক স্টিলের জিনিস কেনার রীতি গ্রাম মফসসলে নতুন নয়। তবে, ধারাবাহিকে এসব নতুন। পর্নার শাশুড়িকে মোটেই ভাল চোখে দেখেন না নেটজনতা। শুধু তাই নয়, তাঁর বাবুর সঙ্গে সক্ষতাও বাঁকা চোখে দেখেন অনেকে। নিজের চুল না জমিয়ে ফেলে দেয় পর্ণা। এদিকে, সেই চুল দিয়েই গামলা বালতি কিনবেন এমনই ভেবে রেখেছিলেন তাঁর শাশুড়ি। তাঁর একটাই বক্তব্য, এখন টাকার গরম দেখিয়ে লাভ নেই, শুধুই চুল চাই চুল। ব্যাস! শাশুড়িকে জব্দ করতেই পর্না কোমরে আঁচল বেঁধে তৈরি। সোজা নাপিতের কাছে গিয়ে বসে পরে সে। বলে, আমায় ন্যাড়া করে দিন।

আর এই ঘটনা চোখে পড়তেই রেগে আগুন বাংলার বৌমারা। তাঁদের কথায়, এমন শাশুড়ি যখন তাঁর চুলটাও নিয়ে নিক পর্ণা। আবার কেউ বললেন, কুচুটে শাশুড়ি এখন আবার চুল চাইছে? পরিচালক এবং লেখিকাকে তুলোধোনা করতে ভুললেন না তারাও। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়েও যে চুল দিয়ে বাসন নেওয়ার মত কিছু টেলিভিশনে দেখানো হচ্ছে, এই নিয়েও অনেকেই নেতিবাচক মনোভাব দেখিয়েছেন।

তবে, শাশুড়ি বৌমার মধ্যে এই ঠান্ডা লড়াই কিন্তু নজর কেড়েছে। যেমন বুনো ওল তেমন বাঘা তেতুঁল, দর্শকরা বলছেন, এটাই তো দেখার ছিল। শাশুড়িকে চিরে চ্যাপ্টা করে দিয়েছে পর্ণা।

tollywood Entertainment News
Advertisment