Nitin Chauhaan Death Reason : চরম অবসাদে কঠিন পদক্ষেপ! নীতিনের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

দীর্ঘদিন হাতে কাজ ছিল না ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীতিন চৌহানের। মাত্র ৩৫ বছরেই সব শেষ। কী কীরণে এই অকাল মৃত্যু? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য।

দীর্ঘদিন হাতে কাজ ছিল না ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীতিন চৌহানের। মাত্র ৩৫ বছরেই সব শেষ। কী কীরণে এই অকাল মৃত্যু? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
নীতিনের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

নীতিনের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য

নীতিন চৌহান, হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। কিন্তু, বৃহস্পতিবারই সব শেষ। মাত্র ৩৫ বছরেই শেষ হয়ে গেল তরতাজা একটি প্রাণ। অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দাদাগিরি ২ খ্যাত অভিনেতা। বছর ৩৫-এর তরুণ তুর্কির আচমকা মৃত্যুতে শোকাহত সতীর্থ থেকে ভক্তমহল। হিন্দি রিয়ালিটি শোয়ের সৌজন্যে নীতিন হিন্দি টেলিভিশনের দর্শকের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। তাঁর আকস্মিক মৃত্যুর নেপথ্য কারণ জানতে উদগ্রীব নীতিন ভক্তরা। লেটেস্ট রিপোর্ট মোতাবেক, ফ্যান থেকে দড়ি বেঁধে আত্মহত্যা করেছেন অভিনেতা।

Advertisment

সূত্রের খবর, নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ছোট পর্দার জনপ্রিয় নায়ক নীতিন চৌহানের নিথর দেহ। ফ্যান থেকে দড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় ছিলেন অভিনেতা। দিনদোশী থানার পুলিশকে খবর দেন নীতিনের স্ত্রী। ফ্ল্যাটে এসে বছর ৩৫-এর টেলি অভিনেতার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। জানা যাচ্ছে, তারকা পত্নী পুলিশকে জানিয়েছেন, অবসাদে ভুগছিলেন নীতিন।

আরও পড়ুন : ৩৫-এ অকাল মৃত্যু, প্রয়াত 'Splitsvilla 5' খ্যাত নীতিন

দীর্ঘদিন হাতে কাজ না থাকায় অবসাদগ্রস্থ হয়ে পড়েন ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতা নীতিন চৌহানের। সেই জন্য অ্যান্টি ডিপ্রেশন পিলও খেতেন। বৃস্পতিবার সন্ধ্যায় নীতিনের স্ত্রী ও মেয়ে বেড়িয়েছিলেন। বাড়ি এসে নীতিন দরজা না খুললে ধাক্কা মেরে তা খোলেন স্ত্রী। ঘরে ঢুকেই চক্ষু চড়কগাছ। সঙ্গে সঙ্গে পরশীদের ডেকে আনেন তিনি। একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে নীতিনকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisment

ঘটনার প্রাথমকি তদন্তের সময় দিনদোশী থানার সিনিয়র ইন্সপেক্টর অজয় আফলে জানান, বিগত বেশ কয়েক বছর কাজ পাননি তিনি। সেই জন্যই চরম অবসাদে ভুগছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল সাব টিভির হিট মেগা, তেরা ইয়ার হু ম্যায়। ৩৫ বছর বয়সী অভিনেতার অকাল প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ইন্ডাস্ট্রির সতীর্থ ও ভক্তরা। 

TV Actor Hindi Television Hindi language