scorecardresearch

‘এইভাবে লোক ঠকাচ্ছেন…?’ ব্যর্থ নাগিন পঞ্চমীর শুটিং-এ কী হয় জানেন?

সিরিয়ালের অন্দরে কী হয় জানেন, চমকে যাবেন!

panchami, panchami serial, panchami serial star jalsha
পঞ্চমী সিরিয়ালের ভেতরে কি হয় জানেন?

ধারাবাহিকের শুটিং কীভাবে হয় সেই নিয়ে মানুষজনের আগ্রহের শেষ নেই। বর্তমানে VFX এবং স্পেশ্যাল এফেক্টের যুগে এখন অনেক কিছুই সম্ভব, তবে গতকাল পঞ্চমী ধারাবাহিকের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই হাসির রোল।

কীভাবে সিরিয়ালের শুটিং হয় জানা আছে? নাগলোকে পঞ্চমী… বিশেষ করে সিরিয়ালের এই পর্বগুলি দেখেই মাথায় হাত পড়েছিল দর্শকের। সাপ তাও আবার শাড়ি পরে জলে সাঁতার কাটছে এই দৃশ্য হাসিয়েছিল নেটপাড়ার দর্শকদের। শুটিং ফ্লোরে পঞ্চমী কীভবে সেই সাঁতার কাটার দৃশ্য বাস্তবায়িত করেছিল, জানা আছে?

নীল উঁচু এক জায়গায় উবু হয়ে শুয়ে আছে সুস্মিতা অর্থাৎ পঞ্চমী। সেখানেই হাত পা নাড়াতে দেখা গেল তাঁকে। নিজেই হেসে গড়াচ্ছেন অভিনেত্রী। চারিপাশে তখন লাইটস ক্যামেরা অ্যাকশান, তাঁরই মাঝে শুয়ে শুয়ে সাঁতার কাটার অভিনয় করছেন তিনি। সাপের সিরিয়ালের শুটিং এভাবেই হয়! হেসে খুন দর্শকরা। এদিকে, সুস্মিতার হাসিও থামছে না। যাতে না পড়ে যান, তাঁর জন্যও রয়েছে ব্যবস্থা।

এদিকে, এই দৃশ্য নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কেউ বলছেন, সাপের অপমান। আবার কেউ বলছেন, এসব দেখে আমরা শিহরিত। আবার কারওর কথায়, সাপ দেখলেই বাঙালি ধন্য ধন্য করে। কিন্তু বেশিরভাগই কপাল চাপড়াচ্ছেন। তাঁদের কথায়, আজও এইসব সিরিয়াল চলে? আর কিচ্ছু করার নেই।

যদিও বা এই ধারাবাহিক TRP তালিকায় খুব একটা প্রভাব ফেলতে পারেনি। নাগিন সিরিয়ালের জগতে হিট হলেও পঞ্চমী যে সামাল দিতে পারেনি, একথা বলাই যায়। শুধু তাই না, দিন দিন কমছে এর রেটিং। তবে, লোকজনকে এভাবে ঠকানো হয় দেখেই হাপিত্যেশ নেটজনতার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Panchami serial know how the shooting happen