scorecardresearch

‘লোকজন ভাবত আমার আর মনামীর বিয়ে হবে…’, ১৫ বছর পর সত্যিটা সামনে আনলেন পরমব্রত

দুজনের রসায়নে মুগ্ধ বাংলার মানুষ, পরম বললেন…

parambrata chatterjee, parambrata monami, parambrata chatterjee tollywood, parambrata chatterjee actor, parambrata chatterjee tollywood update, tollywood news, sabash feluda, monami ghosh, ek akasher neeche, পরমব্রত চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, টলিউড, টলিউডের খবর, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
পরম-মনামী

ইন্ডাস্ট্রিতে খুব একটা কম সময় হল না। বরং, কাজের সুত্রে একে অপরকে চেনা জানা বন্ধুত্ব.. পরমব্রত এবং মনামী ঘোষের যে নিদারুণ সুন্দর সম্পর্ক সেটি কারওর অজানা নয়। এবার, বছর ১৫ আগের এক সত্যি সামনে আনলেন পরম।

সাবাশ ফেলুদার প্রিমিয়ার শুরু হবে আগামীকাল থেকে। প্রমোশন করেছেন বেশ কিছুদিন। তাঁর থেকেও বড় কথা, এখন মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন নানা কাজ নিয়ে। সেখানেই টলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে বিজ্ঞাপন শুটের সময় অতীতের আবেগঘন সম্পর্কের কথা জানালেন পরম। ঠিক যেন ছোটবেলায় ফিরে গেলেন দুজনেই। পরম, ছবি শেয়ার করে লিখলেন…

“অনেক দিন পর, যেন ছোটবেলা ফিরে এল। যখন টিভিতে কাজ করতাম, তখন দীর্ঘদিন মনামীর সঙ্গে এত ভালভাল কাজ করেছি, যে লোকজন ভাবত আমাদের হয়তো বিয়ে হবে। আজ অনেক বছর পর আবারও আমরা কাজ করলাম। দীর্ঘ পনেরো বছর পর। কী যে আনন্দ লাগছে”। পরমের সঙ্গে সহমত মনামী নিজেও। তাঁরও আনন্দ কিছু কম হচ্ছে না।

‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের রাহুল কমলিকা হোক, অথবা ‘এক আকাশের নিচের’ সায়ন এবং জিনাত.. দর্শকদের কাছে তাঁদের জুটি কিন্তু সুপার হিট। দুজনের কেমিস্ট্রি এতই অন্যধরনের, যে তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন একথা ভেবেও ফেলেছিলেন অনেকে।

উল্লেখ্য, সামনেই এক বিরাট চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে মনামীকে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে তাঁকে দেখা যাবে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে। অন্যদিকে, আগামীকাল থেকেই ফেলুদার প্রিমিয়ার শুরু। দর্শকদের কতটা পছন্দ হয়, এখন সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Parambrata monami worked together after 15 years