ছোট বয়সে ইন্ডাস্ট্রিতে এসে মানুষের মন জয় করেছেন এহেন অভিনেতা অভিনেত্রী কম নেই। কেউ কেউ পরবর্তীতে সমান জনপ্রিয় থাকেন আবার কেউ কেউ হারিয়ে জান গ্ল্যামারের অভাবে। তবে, পটল কুমার গানওয়ালাকে ভুলে গিয়েছেন এমন মানুষ খুব কম। এখন সে আর ছোট্টটি নেই, বরং তাঁর কেরামতির চক্করে চোখ কপালে বাকিদের।
বয়স হয়তো ১৫/১৬ পেরোয় নি, তাঁর আগেই মদের গ্লাস হাতে নিয়েছে পটল কুমার অর্থাৎ হিলা দে! তাঁর এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। পরনে কালো পোশাক, সঙ্গে মদের গ্লাস?…তাঁর এই কাণ্ডে হইহই সোশ্যাল মিডিয়ায়। সেই ছোট্ট পটল কিনা মদ খাচ্ছেন? কেউ কেউ প্রকাশ্যে বললেন, বাবা মায়েরা তাকিয়ে দেখেন না কেন?
পটল কুমার তাঁর চরিত্রের মাধ্যমেই বাংলার মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর অভিনয় খুব কম সময়েই মন কেড়েছিল তাদের। তবে, বয়স হওয়ার আগেই হাওয়া লেগেছে গ্ল্যামার জগতের। ‘পটল বেশি মদ খেয়ো না’, একথাও বললেন সোশ্যাল মিডিয়ার অনেকেই। যদিও, এখন তিনি দূরেই রয়েছেন টেলিভিশন থেকে। ছোট পটল আর নেই সে, তাঁকে এখন হিরোইনের ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন অনেকেই।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নিজের সৌন্দর্য দিয়েই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। বেশি সাজে নয়, বরং তাঁকে খুব সামান্য মেকাপ লুকে পছন্দ করেন বেশিরভাগ। যদিও, তাঁকে এই বয়সে মদ খেতে দেখে মোটেই খুশি নন কেউ। কিন্তু আসলেই কি মদ খাচ্ছেন তিনি? তাঁর লোকেশন কার্টেসি বলছে, কফি শপে বসে রয়েছেন। সুতরাং সেখানে বসে মদ খাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। যদিও পরে ছবির ক্যাপশন পাল্টে নিজেই লিখলেন, এটি ক্রানবেরি কফি। তবে, ট্রোলিং! সে তো আর স্থান কাল পাত্র দেখে না… ফলেই বেজায় বিপদে পড়েছেন পটল কুমার।