টেলি পাড়ার অন্দরে কান পাতলে শুধুই বিচ্ছেদ আর বিচ্ছেদ। টলিপাড়ার সদস্যদের ক্রমাগতই সংসার ভাঙছে! কখনও নীল তৃণা আবার এখন রাহুল প্রীতি। কিছুদিন ধরেই তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে শোরগোল…এবার তাতে ফুট কাটলেন বনি সৌরভরাও।
রায়পুরে CCL খেলতে গিয়েছেন রাহুল। সঙ্গে গিয়েছেন প্রীতিও। সেই যাত্রার সময়েই একটি ভাইরাল ভিডিও নজরে এসেছে সকলের। রাহুল প্রীতির ডিভোর্সে অনন্য ভূমিকায় রয়েছেন সৌরভ এবং বনি। দুজনে পাশাপাশি বসেই নিজেদের ডিভোর্স নিয়ে চর্চা করছেন। তারপর? হাসতে হাসতে প্রীতি বলে উঠলেন, “আমরা দুজন ডিভোর্স নেব, সেটা কিভাবে নেব, কীরকম কী হবে তা দেখবে সৌরভ”। মাঝখান থেকে ফোঁড়ন কাটলেন সৌরভ। বললেন, “পাকা দেখার বদলে আমি ওদের ডিভোর্স করাব। খাওয়াদাওয়াও জম্পেশ থাকবে”।
আরও পড়ুন [ ‘রাজা সবারে দেন মান..’ ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, কারণ জানলে কাঁদবেন! ]
এখানেই শেষ নয়! শুধু খাওয়াদাওয়া করলেই হল। কত দায়িত্ব থাকে। বনি বাতলে দিলেন কে হবেন স্পনসরার। ফ্লাইটের এই ভিডিও দেখার পর থেকেই অন্য গল্প বুনেছেন দর্শকরা। তাঁদের আদৌ ডিভোর্স হচ্ছে কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। এদিকে, সোশ্যাল মিডিয়া বলছে নিজেদের অনেক ছবিই ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন প্রীতি। কিন্তু এই প্রসঙ্গে একেবারেই মুখ খোলেন নি তিনি। মানসিকভাবে অসুস্থ থাকলেও এই নিয়ে একেবারেই মুখ খোলেন নি তিনি। বরং রাহুল জানিয়েছিলেন, দুজনের মধ্যে বনিবনা না থাকলে কি একসঙ্গে আসতেন CCL খেলতে।
যদিও, টলিপাড়ার অন্দরের খবর বলছে দুজনের মধ্যে নাকি তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছেন। এই বিষয়ে কোনোকিছুই বলতে নারাজ প্রীতি। শুধু শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে এখনও ক্রিকেট লীগ নিয়ে ব্যস্ত রাহুল।