Advertisment

'দিনের শেষে মায়ের কোলের আরাম সবাই খোঁজে...', আবেগপ্রবণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ফের নতুন চ্যালেঞ্জ, নতুন শুরুর আগেই মায়েদের কথা বললেন সকলের প্রিয় বুম্বাদা

author-image
Anurupa Chakraborty
New Update
Prosenjit Chatterjee amid his new show alor kole press conference

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বেশ অনেক বছরের ব্যবধান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফের একবার টেলিভিশনের প্রজেক্টের সঙ্গে নিজের নাম নথিভুক্ত করেছেন। জি বাংলার শো 'আলোর কোলে' অন এয়ার হতে চলেছে ২৭ তারিখ থেকে।

Advertisment

তারই সাংবাদিক বৈঠকে এক মিষ্টি ঘটনা শেয়ার করেন তিনি। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাজ যখন করবেন, তখন অবশ্যই দারুণ সুন্দর কিছু হতে হবে। এবারও ব্যতিক্রম না। মুম্বাইয়ে বসে, প্ল্যানিং করেছিলেন টেলিভিশনের ফের একটি শো করবেন। এবং তাঁর সঙ্গে এও ভেবেছিলেন অন্যরকম কিছু। শোয়ের অন্যান্য কর্তাদের কথায়, বুম্বাদার সঙ্গে আড্ডা মারা খুব আনন্দের এবং মজার। কিন্তু, গল্প শোনানোর সময় তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে যান। তখন তিনি খুব স্ট্রিক্ট।

কিন্তু, হঠাৎ এতবছর পর ফের টেলিভিশন কেন?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন, সাংবাদিক বৈঠকে বলেন আমি এর আগে অনেক টিভি শো করেছি তবে, অনেকদিন করা হয় না। এবং এর পেছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। আমার মনে হয়, এমনিই করিনি। তবে, এই শো নিয়ে আমার একটি গল্প বলার আছে। কী সেই গল্প? বুম্বা দা বলেন..

"একবার, আমাদের একটি শোয়ে একজন মেয়ে এসেছিলেন। সঙ্গে তাঁর মাও ছিলেন। তো, কথায় কথায় জানতে পারলাম মেয়েটি দুবাইয়ে এয়ার হোস্টেস। আমি ভাবলাম, একবার তাঁর সঙ্গে কথা বলি। এত চ্যালেঞ্জ সে মোকাবিলা করে। তো, আমি তাঁকে প্রশ্ন করেছিলাম যে কোনোদিন ফ্লাইট অ্যাটেন্ড করাকালীন যদি খুব জ্বর আসে? তখন কী করবে? কোনটা সবথেকে বেশি মিস কর? সে তখন আমায় উত্তর দেয় মায়ের কোল। তো, আমার মনে হয় এটাই গল্প। মানুষ যখন অসুস্থ থাকেন কিংবা নাও থাকেন, দিনের শেষে সে তাঁর মাকে খোঁজে। মায়ের কোলটা দিনের শেষে খুব আরামের।"

একথা একেবারেই অস্বীকার করার নয়। নতুন শো, সেই নিয়ে বেশ আশাবাদী কিংবদন্তি। অভিনেতা এও বলেন, আমি জানি এই শো অনেকের ভাল লাগবে। না ভাল লাগার কোনও জায়গা নেই। আপনারা দেখবেন।

এদিন, সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা। লিড স্টারকাস্ট তো বটেই... ধারাবাহিকে রয়েছেন স্বকৃতি, কৌশিক এবং সমু। এছাড়াও যাকে ঘিরে গল্প সেই পুপুলও উপস্থিত ছিলেন।

Entertainment News
Advertisment