/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/annek.jpg)
zee bangla programme- কেমন হতে চলেছে এই অনুষ্ঠান ?
জি বাংলা মানেই নতুন কিছু, আর আগামীকাল ভালবাসার বিশেষ সময় উপলক্ষে কিন্তু জি বাংলার তরফে আয়োজন করা হয়েছে গানের আসরের। এই আসরে থাকবে ধামাকাদার সব পারফরমেন্স।
আগামীকাল ঠিক দুপুর ২টো থেকে প্যার কা মৌসুম সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়। যাতে থাকবে, তারকা শিল্পীদের গানের বিরাট আসর। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই গানের আসরে কে নেই? তাদের গানে নিজের আসন ছেড়ে কোমর দোলাতে বাধ্য হবেন বেশিরভাগ।
অভিজিৎ ভট্টাচার্যের মনে দোলা দেওয়া কণ্ঠ, সুদেশ ভোঁসলের পাওয়ারফুল পারফরমেন্স, কিংবা বাংলার অনিক ধরের সারা জাগানো কণ্ঠ! যা আপনাকে মুগ্ধ করবেই। দুপুর থেকে সন্ধ্যা, বিনোদনের এমন এক সময়, যাতে হুহু করে ঘড়ির কাঁটা পার হয়ে যাবে কিন্তু খেয়ালই থাকবে না।
প্যায়ার কা মৌসুম - আসলে কোনও কনসার্ট নয়, বরং এটি এমন একটি হৃদয়ের কাছের অনুষ্ঠান যাতে ভালবাসা এবং সঙ্গীতের জাদু ছড়িয়ে পড়বে কোনায় কোনায়। ভালবাসার সপ্তাহ যখন গেলই, তখন এর শেষটা সুন্দর সুন্দর গান ছাড়া একেবারেই সম্ভব না। আর জি বাংলার এই প্রয়াস প্রতিটা মানুষকে কোমর দোলাতে বাধ্য করবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us