Advertisment
Presenting Partner
Desktop GIF

মীর-রাজ চক্রবর্তী দুটোই 'পাঁঠা'! ভরা সভায় সম্মতি দিলেন মিঠুন?

কী হল হঠাৎ তিনজনের মধ্যে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mir afsar ali, mithun chakraborty, raj chakraborty, mithun chakraborty bjp, raj chakraborty TMCP, raj chakraborty news, raj mithun, রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, মীর আফসার আলি, টলিউড, Tollywood news, entertainment news, latest entertainment news, indian express entertainment news, আজকের বিনোদন, বিনোদনের খবর

হঠাৎ কেনই বা উঠল এই কথা?

অভিনয়ের সূত্রে তারকাদের কতরকম তকমাই না জোটে? কখনও বিশেষ কোনও নাম আবার কখনও বিশেষণ, তবে ভরা দরবারে, প্রকাশ্যে পাঁঠা! এই বিশেষণ মাথা পেতে নিলেন দুই তারকা। একজন রেডিওর জাদুকর অন্যজন ইন্ডাস্ট্রির পরিচালক।

Advertisment

প্রসঙ্গে মীর এবং রাজ চক্রবর্তী। সেদিন ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে উদযাপিত হচ্ছে মিঠুনের জন্মদিন। হাজির ছিলেন অনেকেই। মীর থেকে রাজ চক্রবর্তী এসেছিলেন মমতা শঙ্করও। কেউ কেউ মহাগুরুর জন্য এনেছিলেন দামী উপহারও। তারই মধ্যে একজন মিঠুনের জন্য নিয়ে আসেন ইলিশ মাছ। এই সুন্দর উপহার দেখে আর নিজেকে সামলাতে পারেন নি তিনি। জোড়া ইলিশ হাতে তুলে নিয়েই অঙ্কুশের উদ্দেশ্যে নানা মুখরোচক কথা বলতে থাকেন।

ঠিক তখনই নিজের জায়গা ছেড়ে উঠে আসেন মীর এবং রাজ। উপহারের গভীরতা যখন বোঝাচ্ছেন মিঠুন, তখনই তাঁদের উঠে আসতে দেখে হেসে ফেলেন তিনি। সোজা জিজ্ঞেস করে বসেন, "বলো তোমাদের কী বক্তব্য?" একথা শোনার পরেই দুজনে হাত ধরে এগিয়ে আসেন। তারপর মীর যা বললেন, সেই শুনে থ মহাগুরু। রাজের সঙ্গে হাত ধরে তিনি বললেন…

"জোড়া ইলিশ যখন গ্রহণ করলেন, তখন জোড়া পাঁঠাও গ্রহণ করুন।" মীরের কথায় হেসে গড়ালেন রাজ নিজেও। শুধু রাজ নয়, বিচারকের আসনে রাজ পত্নী শুভশ্রী। তিনি নিজেও হেসে খুন। অন্যদিকে, মিঠুন? কী বলবেন যেন ভেবে পাচ্ছেন না। হাসতে হাসতেই বলে বসেন, এটা ক্লাস ছিল মীর। কীসব!

উল্লেখ্য, মিঠুনের জন্মদিন উপলক্ষে আয়োজন ছিল দেখার মত। পায়েস থেকে কেক, বাদ পরেনি কিছুই। শুধু তাই নয়, তাঁর বিখ্যাত সব গানে পারফর্ম করেছেন প্রতিযোগীরা। নিজে হাতে পায়েস রান্না করেছিলেন মমতা শঙ্করের ছোট বউমা।

tollywood Raj Chakraborty mithun chakraborty Entertainment News
Advertisment