Advertisment

টাল খাচ্ছেন মহাদেব! নাচছেন রণবীর সিং-এর মত, মহালয়ার নামে মিথ্যাচার কেন? দাবি তুললেন…

মহাদেবকে চন্দ্রশেখর রূপ কে দিয়েছিলেন? সনাতন ধর্মের ভুল বার্তা পৌছাচ্ছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranajay Vishnu as Mahadev in mahalaya program got trolled

রণজয় মহাদেব রূপে

শিব এহেন নেশা করে নাচতে পারে, তাও আবার প্রকাশ্যে যেন ভাবাই যায় না। এর আগের বছর শিব মায়ের রূপ দেখে ভয় পেয়েছিলেন। আর এবার, শিব রূপে রণজয়কে ঘিরে তোলপাড়।

Advertisment

মহালয়ার নামে এসব কী? সনাতন ধর্মকে তলানিতে নিয়ে যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। দুর্গা হিসেবে কোয়েলকে দেখে অনেকেই অপেক্ষায় ছিলেন আজকের মহালয়ার অনুষ্ঠান দেখবেন বলে, কিন্তু... বাধ সাধলেন খোদ মহাদেব। নিজের বিয়ে উপলক্ষে তিনি নাচবেন সে তো ভাল কথা, তাই বলে এই? নেশাতুর এর মত আচরণ করবেন মহাদেব? শিবের বিয়া গানে, রণজয় শিব সেজে নাচছেন কিন্তু মাতালের মত কেন?

নাচ দেখে রেগে আগুন একদল। কোয়েল অর্থাৎ মা দুর্গা তাকিয়ে তাকিয়ে দেখছেন আবার অন্যদিকে, শিব বলিউডের নায়ক রণবীর সিং এর মত নাচছেন কেন? আবার কেউ বললেন, রণজয়ের অন্তত একমাস মোহিত রায়নার কাছে ট্রেনিং নেওয়া উচিত ছিল, তিনিই আসল শিব কী হয় বুঝিয়েছিলেন। কিন্তু শুধু নাচ নয়, ভুল আছে তথ্যেও? দর্শকদের বোকা বানানো এত সহজ?

দেখানো হয়েছে,  মহাদেবকে তাঁর ছাই ভষ্মের রূপ ছেড়ে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন দেবী পার্বতী। কিন্তু আসলেই কী? মহাদেব এবং পার্বতীর বিয়ের দিন তাঁর এহেন বাঘ ছাল তথা ছাই মাখা দেহ দেখে অজ্ঞান হয়ে যান রানী মেনকা। এবং পরবর্তীতে ভগবান শ্রী বিষ্ণুর তত্বাবধানে তিনি তাঁর এই রূপ পান। সেকারণেই, অহেতুক ভুল তথ্য দেখানোর কারণে চ্যানেলের ওপর অনেকেই ক্ষিপ্ত।

মহাদেবকে ধারণ করা এত সহজ? নাকি সবকিছুই ইয়ার্কি! এখানেই শেষ নয়? তাদের অনেকের বক্তব্য, মহাদেবের বয়ানে যে ধরনের শব্দ এবং ডায়লগ বসানো হয়েছে সেগুলি খুব দৃষ্টিকটু। শিবের ভূমিকায় অভিনয় করা নিতান্তই সহজ না। তার পরেও রণজয়ের আরেকটু ভাবনা চিন্তা করা উচিত ছিল। মহাদেব বিয়ে করতে এসেছেন না যুদ্ধ করতে? নিজের গায়ে নিজে ছাই মেখে ভয়ঙ্কর রেগে তাকিয়েই বা আছেন কেন?

কোয়েলের জন্য মহালয়ার অনুষ্ঠান দেখতে বসলেও অনেকেই শিবের কান্ড কীর্তি দেখে রীতিমতো স্তম্ভিত।

tollywood Entertainment News
Advertisment