scorecardresearch

বিবাহ আসরে গ্যাঁড়াকল, পিহুর বিয়ের কার্ড দেখেই চমকে উঠল ঋষি! কিন্তু কেন?

প্রিয়র কাণ্ডে রেগে আগুন ঋষি! কী করবে সে?

বিবাহ আসরে গ্যাঁড়াকল, পিহুর বিয়ের কার্ড দেখেই চমকে উঠল ঋষি! কিন্তু কেন?
ঋষির মনে কাল মেঘ, কী হতে চলেছে?

পিহুর বিয়েতে মুখ হাঁড়ি করে বসে আছে ঋষি। ছোটবেলার প্রেমিকার বিয়ে বলে কথা, এদিকে তারও হাত পা বাঁধা, নিজেকেই হাজারো দোষ দিতে থাকে সে। প্রতি মুহূর্তে একটাই অপেক্ষা, এই বিয়ে কী করে বন্ধ করা যায়?

কনে সেজে, বিয়ের টোপর পড়ে পিহু হাজির মণ্ডপে। আর তাকে ঘিরে উত্তেজিত পরিবারের সকলে। একদিকে দিদি তো অন্যদিকে বোন, মাঝখানে মুখ ভার শুধু ঋষির। এত সাজো সাজো রব, কিন্তু তারপরও মনের ভেতর একটা অদ্ভুত দোলাচল। এদিকে সময় ঘুরতেই বর আসতেই আরও অস্বস্তিতে সে। ঋষিকে বিয়েতে আমন্ত্রণ করা হয়নি শুনেই বরমশাই নিজে দায়িত্ব নিয়ে ঋষির হাতে কার্ড তুলে দেয়। আর তারপরেই চোখ কপালে ঋষির!

আরও পড়ুন [ ‘তোর অহংকারের পতন হবে’, কঙ্গনার অভিশাপেই উদ্ধবের গদি নড়বড়ে! ]

মুখ কাচুমাচু করে সেই কার্ড খুলতেই অবাক ঋষি। কী লেখা ছিল তাতে? এদিকে তার এই যায়যায় অবস্থা দেখে দিব্যি মজা নিচ্ছে পিহু এবং বাকিরা। সঙ্গ নিয়েছে দিদি রুশাও। সেও তার ভাইয়ের এই অবস্থায় প্রথম দিন থেকেই পিহুর পাশে।

যেটুকু সম্ভাবনা রয়েছে, সেই কার্ডে লেখা আছে ঋষির নামই। প্রথম দিন থেকেই তার শেরওয়ানির মাপ থেকে শুরু করে, ফুলের সাজ সবকিছুই ঋষির পছন্দমত হচ্ছে। যদিও তাতে একটুও কিছু টের পায়নি সে। এখন দুজনের সংবাদ কোনদিকে এগোয় সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Rishi pihu mon fagun star jalsha wedding day