Advertisment

Rohan-Angana: 'তোমার সঙ্গেই উড়তে চাই..', সৃজলার চ্যাপ্টার অতীত! ফের একবার প্রেমে পড়লেন রোহন?

Rohan Bhattacharyya tollywood: সহ অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন রোহন! কী ইঙ্গিত দিলেন টলি তারকারা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রোহন ভট্টাচার্য, অঙ্গনা রায়, রোহন-অঙ্গনা, rohan bhattacharyya, angana roy, rohan angana, angana roy rohan news, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

Rohan as Dev- ফের একবার সম্পর্কে রোহন? ছবি-ইনস্টা

Rohan Bhattacharyya: অভিনেতা রোহন ভট্টাচার্য নাকি প্রেম করছেন। ফের একবার টলিপাড়ার নায়িকার প্রেমে মজেছেন তিনি! বর্তমানে দেব ভূমিকায় তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। আর সেখানেই নাকি মনের খবর পেয়েছেন?

Advertisment

এর আগে অভিনেত্রী সৃজলা গুহর ( Srijla Guha ) সঙ্গে তাঁর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। যদিও সেসবের ইতি ঘটিয়েছেন। দুজনে বেশ ভাল বন্ধুও। কিন্তু রোহন ( Rohan Bhattacharyya ) নাকি আবার প্রেমে পড়েছেন। ধারাবাহিকের পার্বতী অর্থাৎ অঙ্গনা রায় ( Angana Roy )- তাঁর সঙ্গেই নাকি নতুন সম্পর্ক শুরু করেছেন! যদিও এই বিষয়ে তাঁরা খোলাখুলি কোনও কথা বলেননি। কিন্তু, টলিপাড়ার অনেকেই  তাদের ছবিতে যে ধরনের মন্তব্য করেছেন তাতে সন্দেহ ক্রমশ জোরালো হচ্ছে।

অভিনেতা, নিজের সোশ্যাল মিডিয়ায় অঙ্গনার সঙ্গে মাঝেমধ্যেই ছবি এবং ভিডিও প্রকাশ করেন। শেষ যে ছবিটি পোস্ট করেছেন তাতে রোহন লিখেছেন, আমি শেষ অবধি যেটা চাই সেটা হল তোমার সঙ্গে উড়তে। আর তোমার সঙ্গে পড়তেও ইচ্ছে হয়। এই ছবির ক্যাপশন নজরে আসার পর থেকেই অভিনেতার তারকা বন্ধুরা বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।

কিন্তু, রোহণের পাশাপাশি সেই বিষয়টা একেবারেই এড়িয়ে গিয়েছেন অঙ্গন। তিনিও এই সম্পর্ক নিয়ে মুখ খোলেনি। এদিকে, কিছুদিন আগে দুজনে সেট থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। যাতে তৃণা সাহা মন্তব্য করেছিলেন, বেশ গভীর ব্যাপার। প্রশ্ন উঠছে অনেকরকম। যে, তারা আসলেই প্রেম করছেন কিনা?

উল্লেখ্য, রোহন যেমন একদিকে সিরিয়ালের মুখ্য চরিত্রে তেমনই তিনি ওয়েব সিরিজেও অভিনয় করছেন। অন্যদিকে, অঙ্গনা ধারাবাহিকের পাশাপাশি, পারিয়া ছবিতে তাঁকে দেখা গিয়েছে।

tollywood Entertainment News
Advertisment