scorecardresearch

‘বাবা-মায়ের সঙ্গে এহেন অনাচার..?’, রুকমাকে ‘ধুয়ে দিলেন’ রচনা

রুকমাকে সকলের সামনে বিঁধলেন টলি অভিনেত্রী, বললেন…

rooqma ray, rooqma ray tolly news, rooqma ray tollywood, rooqma ray industry
রুকমার কাণ্ড…

কিছুদিন আগেই শেষ করেছেন ‘লালকুঠি’ ধারাবাহিক। এবার ‘রক্তকরবী’তে দেখা যাচ্ছে বিদুলার ভূমিকায়। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে তিনি অভিনয় করেছেন। অভিনয় কেরিয়ার তো গেল, কিন্তু ব্যক্তিগত জীবনে মা বাবার সঙ্গে এ কী কাণ্ড করছেন তিনি?

সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ানে’র মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এমনিতেও এদিক ওদিক তাঁর ঘুরে বেড়ানোর সখ। মাঝেমধ্যেই, বন্ধু শ্রীতমাকে নিয়ে চলে যান দেশ বিদেশের নানান জায়গায়। তবে, নিজে ঘুরে বেড়াচ্ছেন বিদেশে, আর বাবা মা কে নিয়ে যাচ্ছেন ধারে কাছে কোনও একটা জায়গায়? আর এই কথা শুনতেই মুখ বেঁকিয়ে হাসলেন দিদি নম্বর ওয়ানের সঞ্চালক রচনা বন্দোপাধ্যায়। কী ঘটেছে আসলে?

রুকমা এদিক ওদিক ঘুরে বেড়ান একথা অজানা নয়। স্বভাবতই রচনা জিজ্ঞেস করেন, “আর কোথায় কোথায় ঘুরতে গেলে তুমি”? উত্তরে রুকমা বলেন, “এই তো বাবা মা কে নিয়ে পুরুলিয়া ঘুরে এলাম, শ্রীতমার সঙ্গে গিয়েছিলাম থাইল্যান্ড”। এই কথা শুনতেই বাঁকা চোখে তাকালেন রচনা। সোজা বলে বসলেন, “ভাবো! নিজে যাচ্ছে থাইল্যান্ড আর বাবা মাকে নিয়ে যাচ্ছে, পুরুলিয়া”। এহেন প্রসঙ্গ শুনেই জিভ কাটলেন রুকমা। আর হেসে গড়ালেন অন্যান্য প্রতিযোগিরা।

আরও পড়ুন [ ‘৪০ বছর বিরতি নিলেও শাহরুখ হিট’, বললেন ‘কোণঠাসা’ বাংলা সিনেমার অভিনেতা অনির্বাণ ]

উল্লেখ্য, বিক্রমের বিপরীতে এই প্রথম কাজ। তাছাড়াও এক চ্যালেঞ্জিং চরিত্র। কেমন লেগেছে অভিনেত্রীর? রহস্যময় চরিত্রে এর আগেও লালকুঠি চরিত্রে অভিনয় করেছেন। পিছু ছাড়ছে না রহস্য। সম্পূর্ন চরিত্র করতে ভীষণ ভাবে নিজেকে গ্রুম করেছেন তিনি। তবে, একবারও ব্যক্তিগত জীবন অথবা রাহুল প্রসঙ্গে এদিন কিছুই বলেন নি অভিনেত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Rooqma ray new release raktakarabi actress doing what to her parents