'নায়ক মোটা কেন?' গায়ের রং থেকে চেহারা, রুকমার নতুন হিরোকে দেখে নাক সিঁটকাচ্ছেন দর্শক!

বর্ণবিদ্বেষী কথাবার্তা রুকমার হিরোকে ঘিরে, তারপর...

বর্ণবিদ্বেষী কথাবার্তা রুকমার হিরোকে ঘিরে, তারপর...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rooqma ray, rooqma ray actress, rooqma ray tollywood, rooqma ray tolly news, rooqma ray new serial, rooqma ray sun bangla, রুকমা রায়, রুকমার নতুন সিরিয়াল, কলকাতা, বিনোদন, entetainment news, today entertainment news, latest entertainment update, news today, ie bangla entertainment

রুকমার নতুন হিরো

মোটা বলে কি হিরো হতে পারে না? রুকমার পরবর্তী সিরিয়ালে হিরো দেবায়নকে দেখে ভ্রু কুঁচকেছেন তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ভক্তদের তুমুল শোরগোল।

Advertisment

রূপসাগরে মনের মানুষ - নতুন প্রোমো দেখে রীতিমতো অবাক রুকমার ভক্তরা। নতুন প্রোমোতে হিরোর ফেস রিভিল না হলেও তাঁর পরিচয় করানো হয়েছে। আর অভিনেত্রীর ভক্তরা এই দেখেই রেগে আগুন। রুকমার মত সুন্দর অভিনেত্রীর সঙ্গে এহেন হিরোকে মেনে নিতে পারছেন না তাঁরা। কেউ বলছেন খাটো আবার কেউ বলছেন জোকার।

অভিনেত্রী লালকুঠি সিরিয়ালে শেষবারের মত অভিনয় করেছিলেন। কিন্তু স্টার ও জি বাংলার মত চ্যানেল ছেড়ে কেন যে সান বাংলায় অভিনয় করতে গেলেন এই নিয়েও  আওয়াজ তুলেছিলেন ভক্তরা। তারপর গলুমোলু হিরোকে দেখতেই চোটে আগুন তাঁরা। একদম নাকি মানাবে না দুজনকে। নায়ক এত মোটা কেন? এই প্রশ্নও উঠছে। রুকমার পর্দায় ফেরা নিয়ে অপেক্ষায় থাকেন সকলে। কিন্তু, ২০২৩ সালে দাঁড়িয়ে বর্ণবিদ্বেষী কথাবার্তা দেখলেও অবাক হতে হয়।

Advertisment

আরও পড়ুন < প্রেসি ক্যাম্পাসে প্রেম নয়, ‘কলেজে না তো কোথায়?’ জায়গার সন্ধান দিলেন সৃজিত! >

উল্লেখ্য, কিছুদিন সিরিয়াল থেকে বিরতি নিয়েছিলেন তিনি। কাজ করেছেন ওয়েব সিরিজে। আবার ফিরেছেন সিরিয়ালে। তারপরই একদম নতুন ধরনের স্ক্রিপ্ট। আদৌ একে অসম প্রেম বলা ঠিক হবে কিনা সেটাও নিশ্চিত করা যায় না। তবে, এই ধারাবাহিকে দেখানো হবে এক ভিন্ন প্রেমের গল্প। রং, চেহারা সবকিছুর ওপর ভালবাসা কীভাবে ভারী হয় সেটাই দেখাবে এই সিরিয়াল।

bollywood tollywood Entertainment News