Advertisment
Presenting Partner
Desktop GIF

গোড়ালিতে গুরুতর চোট নিয়ে বিশ্রামরত, 'নিম ফুলের মধু' থেকে বাদ পড়বেন নায়ক রুবেল?

নায়কের পায়ে চোট! কোনদিকে মোড় ঘুরবে সিরিয়ালের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rubel das, rubel das injured, rubl injured on his leg, rubel das serial, rubel das in nim fuler madhu, রুবেল দাস, নিম ফুলের মধু, রুবেলের পায়ে চোট, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

বাদ পড়ছেন রুবেল?

দু পায়ের গোড়ালি ভেঙে চৌচির। এখন বেশ কিছুদিন বাড়িয়ে বাইরে বেরোনোর তো কথাই নেই, বিছানা থেকে নামাও প্রায় অসম্ভব! রুবেল নাকি বাড়ি বসে একদিন শুটিং করেছেন। কিন্তু, তিনি কি বাদ পড়ছেন সিরিয়াল থেকে?

Advertisment

একেই গল্প কোনদিকে মোড় নেবে এত সহজে সেও বলা সম্ভব না। শুধু তাই নয়, হিরো ছাড়া এতদিন একটি ধারাবাহিক চালানো সম্ভব নয়। তাহলে? এদিকে, বিশ্রামে থাকার পরামর্শ মিলেসেহ রুবেলের। প্রয়োজনে, অস্ত্রোপচার করা হতে পারে বলেই জানিয়েছিলেন প্রেমিকা শ্বেতা। এখন দীর্ঘদিনের বিরতি। তাহলে কি মেইন লিড থেকে বাদ পড়ছেন সৃজন অর্থাৎ রুবেল?

আরও পড়ুন < প্রকাশ্যে ‘হর হর মহাদেব’ ধ্বনি সারার, পায়ে হেঁটে অমরনাথ যাত্রা সম্পূর্ণ করলেন সইফ-কন্যা >

বাড়ি বসেই আগের দিন শুটিং করেছেন রুবেল। গল্পেও দেখানো হয়েছে গুন্ডাদের হাতে মার খেয়ে কাহিল অবস্থা সৃজনের। এখন সব দায় এসে পড়েছে পর্নার ওপর। কিন্তু রুবেল জানিয়েছেন তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। আদৌ বাদ পড়ছেন কিনা সেই প্রসঙ্গে কিছুই জানেন না তিনি। এক সাক্ষাৎকারে বলেন, "আমি বাদ পড়ছি কিনা জানি না। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছি, সবরকম সহযোগিতা করব। বাড়ি বসে যেটুকু কাজ করা যায়, সেটা নিশ্চয়ই করব। আগের দিন করেছি, পরেও একই প্ল্যানিং রয়েছে।"

পায়ের চোট বলে কথা। অভিনেতার এখন সবথেকে আগে সুস্থতা প্রয়োজন। কিন্তু প্রধান অভিনেতা ছাড়া শুটিং করা বেশিদিন সম্ভব না। এমনিও এই ধারাবাহিক বহুদিন পর TRP তালিকায় উপরের দিকে উঠছে। তাঁর মধ্যেই এহেন ঘটনা। এখন কি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ সেটাই দেখার। উল্লেখ্য, ধারাবাহিকের খাতিরে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই পায়ে চোট পান তিনি। লাফ দিতে গিয়েই দুই পায়ের গোড়ালি ভেঙে যায়। আপাতত, বিশ্রামেই থাকতে বলা হয়েছে তাঁকে।

tollywood Entertainment News
Advertisment