scorecardresearch

বসন্তের ছোঁয়া, পাহাড়ে প্রেমিকের সঙ্গে আংটিবদল রূপাঞ্জনার, ছবি তুলল নায়িকার ছেলেই

শহর কলকাতা থেকে অনেক দূরে, বাগদানের পরেই আহ্লাদে আটখানা

rupanjana maitra, rupanjana maitra tollywood, rupanjana maitra news, rupanjana maitra engagement, rupanjana maitra love relationship
রুপাঞ্জনা মিত্রর বাগদান

প্রেম সে যে বাঁধ মানে না…আর চারপাশে যখন বসন্তের সমারোহ তখন ভালবাসার কোনও শেষ নেই। তাই তো, এই বসন্তেই নতুন ইনিংসের শুরুয়াত করেই ফেললেন অভিনেত্রী রুপাঞ্জনা মৈত্র।

এঙ্গেজড! হ্যাঁ, দীর্ঘদিনের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। আংটি বদল করেছেন প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে। চার্চের সামনে দুজন দুজনকে কথা দিয়েছেন তাঁরা। দার্জিলিং-এ এক চার্চের সামনে হাতে আংটি নিয়েই আজীবন সঙ্গে থাকার শপথ নিলেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

ভালবাসার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রুপাঞ্জনা। লিখলেন, সত্যিকারের ভালবাসা কোনওদিন কমে না। একসঙ্গে থাকার শুরু। আংটি বদল করলাম, এঙ্গেজড! চার্চের সামনে যীশুকে সাক্ষী রেখেই শুভ কাজ সেরেছেন রুপাঞ্জনা। সঙ্গে গিয়েছেন রূপস এর ছেলে রিয়ানও। ছবি তুলেছে সেই-ই। কোনও বিরাট পরিসরে আয়োজন নেই, না রয়েছে অতিথিদের ভিড়। বরং কলকাতা ছেড়ে পাহাড়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সপরিবারে।

উল্লেখ্য, বর্তমানে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা যাচ্ছে রুপাঞ্জনাকে। ২০১৭ সাল থেকেই ছেলেকে নিয়ে একা থাকেন রুপাঞ্জনা। তারপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন। অবশেষে একধাপ এগোল সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে টলিপাড়ার অনেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Rupanjana mitra engagement with ratul mukherjee at hill stations