তিনি ভারতের বুকে ফ্যাশনকে অন্য মাত্রা দিয়েছেন। বিরাট মাপের পোশাক ডিজাইনার তিনি, কিন্তু নামের শেষে মুখোপাধ্যায় পদবীটাই তাঁকে বাংলার মানুষের আরও কাছে এনে দিয়েছে। প্রসঙ্গে সব্যসাচী মুখোপাধ্যায়।
Advertisment
ভারতের বুকে তারকাদের মধ্যে কে নেই যে তাঁর হাতের ছোঁয়ায় নিজের বিয়ের পোশাক বানাননি। বিরাট অনুষ্কা থেকে শুরু করে আলিয়া রণবীর, প্রিয়াঙ্কা নিক... মুখার্জি বাবু নিজের দায়িত্বেই সাজিয়েছিলেন সকলকে। তাঁর একেকটি কালেকশন মুগ্ধ করে সকলকে। আর এবার, তাঁর প্রশংসা না করে পারলেন না খোদ মহারাজ।
স্বপ্ন দেখতে তো দোষ নেই। তেমনই আর পাঁচটা বিয়ের কনের স্বপ্ন থাকে সব্যসাচীর বিয়ের সাজে সেজে ওঠার। কেউ কেউ তো, কম দামে রেপ্লিকা বানানোর চেষ্টা পর্যন্ত করেন। এই বিশ্ব বিখ্যাত মানুষটির জন্ম কোথায় জানেন? পেশাগত দিক দিয়ে তিনি এখন মুম্বাইতে থাকলেও একসময় এই বাংলার মফস্বল থেকেই যাত্রা শুরু করেছিলেন তিনি।
কাঁকিনাড়া, নদী তীরবর্তী এলকাতেই তাঁর বেড়ে ওঠা। জন্ম সেখানেই। তারপর সেখান থেকে শুরু ফ্যাশনের অনন্য যাত্রা। এবার দাদাগিরির মঞ্চেই তিনি পেলেন সম্মান। খোদ সৌরভ গাঙ্গুলি সব্যসাচীর প্রশংসা করে বলেন..
"ব্ল্যাক সিনেমার জন্য ওর প্রথম জাতীয় পুরস্কার। তারপর, তো ভারতবর্ষে ফ্যাশনের ম্যাপ বদলে দিয়েছেন। দাদাগিরির এই সিজনে আমরা বলছি বাঙালি লড়ে, বাঙালি গড়ে এবং এর প্রমাণ পাওয়া যায় সব্যসাচীকে দেখলেই। একজন স্টার, একজন আইকন তিনি।"