scorecardresearch

‘এত খারাপ অভিনয়, অ্যাক্টিং স্কুল চালান কীভাবে?’, শিব সেজে খোঁটা শুনলেন সম্রাট

মারাত্মক আক্রমণের শিকার সম্রাট মুখোপাধ্যায়।

Samrat Mukherjee, Samrat Mukherjee trolled, Samrat Mukherjee Mahalaya, সম্রাট মুখোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায় ট্রোলড, মহালয়া, দুর্গাপুজো ২০২২, Indian Express Entertainment News
শিব সেজে মারাত্মক আক্রমণের শিকার সম্রাট মুখোপাধ্যায়।

পুজোর আয়োজনের কলেবরে যেমন আধুনীকিকরণের ছোঁয়া লেগেছে, ঠিক তেমনই বিভিন্ন চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানেও এখন পরিবর্তন এসেছে। গল্পের প্লট এক হলেও একেকটায় ঝকমারি টুইস্ট! তুখড় TRP প্রতিযোগিতা, কে কত নতুনত্ব করতে পারে! আর সেসব করতে গিয়েই নেটপাড়ার হাসি-ঠাট্টার রোল। কালার্স বাংলার মহালয়ার অনুষ্ঠানে শিব সেজে মারাত্মক আক্রমণের মুখে পড়তে হল সম্রাট মুখোপাধ্যায়কে (Samrat Mukherjee)।

কলকাতা তথা বিভিন্ন শহরে সম্রাটের প্রসিদ্ধ অ্যাক্টিং স্কুল রয়েছে। বহু ছেলেমেয়েরা সেখান থেকে প্রতিবছর অভিনয়ের প্রশিক্ষণ নেন। এমনকী মডেল-অভিনেতার একটি গ্রুমিং সেন্টারও রয়েছে সেখানে। একসময়ে সেরা মডেল ছিলেন সম্রাট। আর যিনি কিনা নিজেই অ্যাক্টিং স্কুল চালান, তাঁরই অভিনয়ের এমন দশা? প্রশ্ন তুলেছেন নেটপাড়ার সিংহভাগ।

[আরও পড়ুন: ২০০ কোটির দুর্নীতি মামলায় জামিন, উকিলদের ঘেরাটোপে কোর্ট ছাড়লেন জ্যাকলিন]

তাঁদের কথায়, পুরাণ হিসেবে শিবের যেরকম বর্ণনা পাওয়া গিয়েছে কিংবা নটরাজ নৃত্যের ভঙ্গি যেরকম হয়, সম্রাট অভিনীত শিবের চরিত্রে তার লেশমাত্র নেই! টিজার দেখেই দর্শকের একাংশ ঠাট্টা করেছিলেন এই বলে যে, ‘শিব কাঁদছেন, শিবের মনস্তত্ত্ব দুর্বল, এসব কোথায় পাওয়া গিয়েছে? আসাড়ে গল্প জুড়ে মহালয়ার প্লট তৈরি করেছে কালার্স।’ এবার মহালয়ার সকালে পুরো অনুষ্ঠান সম্প্রচারিত হতেই নেটদুনিয়ায় শোরগোল। মারাত্মক আক্রমণের শিকার সম্রাট মুখোপাধ্যায়।

কালার্স বাংলায় মহাদেবের আচরণে হতবাক দর্শকরা! স্বয়ং পরমেশ্বর এভাবে কাঁদছেন, এমনকী ভয়ও পাচ্ছেন? তাছাড়া নটরাজ নৃত্যের মিউজিকও ততোধিক খারাপ, অভিযোগ দর্শকদের। মহামায়ার ব্রহ্মময়ী অবতারের ঝলকে এই অবস্থা কবে হয়েছিল ভগবান শিবের? সকলের তাণ্ডবে ভীত মহাদেব একসময় ক্লান্ত হয়ে বসেও পড়লেন!ভাবতেই পারছেন না। সবমিলিয়ে সম্রাটের অভিনয় নিয়ে নেটপাড়ায় খিল্লির রোল।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Samrat mukherjee got trolled for mahalaya as acted in shivas character