scorecardresearch

হিমাচল ভ্রমণই কাল! প্রয়াত Sarabhai Vs Sarabhai খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়

বেঁচে রয়েছেন সঙ্গী জয়, তবে শেষরক্ষা হল না…

vaibhabi upadhyay, actress car accident, vaibhabi upadhyay car accident, vaibhabi upadhyay car accident himachal, vaibhabi upadhyay bollywood actress, vaibhabi upadhyay death, indian express entertianment news, express entertianment news, IE news
প্রয়াত অভিনেত্রী

মানুষের প্রাণের কোনও আশ নেই… পরপর দুদিন বলিউডের টেলিপাড়ায় খারাপ খবর। প্রয়াত টিভির জনপ্রিয় মুখ বৈভবী উপাধ্যায়। একাধারে কাজ করেছেন সিনেমাতেও।

সকাল হতেই দুঃসংবাদ! উত্তর ভারতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। গতকালই ঘটেছে এই ঘটনা। আজই মুম্বাইতে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। প্রযোজক জে ডি-র তরফেই জানানো হয়েছিল তাঁর মৃত্যুর খবর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন…

“মানুষের জীবন কতটা অস্বাভাবিক। আমাদের খুব কাছের এবং প্রিয় অভিনেত্রী বৈভবী আর নেই। কাল সে গত হয়েছে”। সূত্রের খবর, হিমাচলে সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। হবু বর জয় ছিলেন তাঁর সঙ্গে। সেখানেই রাস্তায় বিপত্তি ঘটে। যার পর, জয়কে বাঁচানো গেলেও স্পটেই প্রাণ হারান অভিনেত্রী।

ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যান স্থানীয়রা। গাড়ি থেকে বের করা হয় বৈভবীকে। কিন্তু, ততক্ষণে সব শেষ। দেহ ময়নাতদন্ত হওয়ার পরেই সেটি তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় বলছেন, “আমরা কতই না মজা করেছিলাম, এত তাড়াতাড়ি চলে গেলি!”

উল্লেখ্য, তিনি কাজ করেছেন দীপিকা পাড়ুকোনের ছপাক ছবিতে। সারাভাই vs সারাভাই সিরিয়ালে নজর কেড়েছিলেন। মাত্র ৩২ বছর বয়সেই প্রয়াত অভিনেত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Sarabhai vs sarabhai actor vaibhavi upadhyaya dies in car accident