scorecardresearch

TRP নেই, স্লটও হাতছাড়া, চারমাসেই ইতি টানছে এই ধারাবাহিক?

চারমাসেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক?

bengali serial, bengali serial sohag jol
বন্ধ হচ্ছে এই ধারাবাহিক?

ধারাবাহিকে কেবলমাত্র পরকীয়া দেখানো হচ্ছে? সিরিয়ালপ্রেমীদের অভিযোগ কিছুটা এমনই। এর আগে গুড্ডি ধারাবাহিক নিয়েও শোরগোল পড়েছিল  নেটপাড়ায়। তবে, এবার জি বাংলার এক ধারাবাহিককে নিয়েও চরম শোরগোল। কাঠগড়ায় শ্বেতা এবং হানি বাফনা অভিনীত ‘সোহাগ জল’।

তবে, কানাঘুষো শোনা যাচ্ছে এই ধারাবাহিক নাকি বন্ধ হওয়ার মুখে। আর বেশিদিন নয়, মার্চেই নাকি হবে শেষ সম্প্রচার! যদিও এই প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছুই জানা যায়নি। এই ধারাবাহিকের প্লট টুইস্ট দেখে মাথায় হাত দর্শকদের। এটা সোহাগ জল নাকি পরকীয়া জল? জুঁই এর সঙ্গে ডিভোর্স না হওয়ার পরেও বেনী ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে শুভ্রকে। তাঁর গর্ভে নাকি শুভ্রর সন্তান! এই ঘটনা প্রকাশ্যে আসতেই চোখ কপালে পরিবারের। কিন্তু জুই এতদিনে জেনে গেছে যে এই সন্তান শুভ্রর দাদা সৌম্যর।

আরও পড়ুন [ কলকাতায় কনসার্টের পরেই অরিজিতকে শুভেচ্ছা রূপঙ্করের, রে-রে করে উঠলেন ভক্তরা! ]

পরিবারের মধ্যেই এধরনের সম্পর্ক একেবারেই ভাল চোখে দেখছে না দর্শক। সুস্থ, স্বাভাবিক পরিবারে এসব হয়? এই নয় শুধু! একেবারেই অন্যান্য ধারাবাহিকের সঙ্গে পেরে উঠছে না এই ধারাবাহিক। TRP এর প্রথম দশে কখনোই ছিল না এই ধারাবাহিক। স্লট হারিয়েছে অনেকদিন আগেই। বয়স মাত্র চারমাস, তারমধ্যেই নাকি এই সিরিয়াল শেষ হওয়ার মুখে। নতুন ধারাবাহিক নিয়ে নাকি আলোচনাও চলছে। কিন্তু দর্শকদের অনেকেই যারা সোহাগ জলকে ভালবাসেন তাদের কথায়, এত তাড়াতাড়ি এই সিরিয়াল শেষ করলে একেবারেই ভাল হবে না। অন্তত জুঁই শুভ্রর রোম্যান্স তো হোক!

বিবাহিত জীবনের নানা সমস্যা, জমি সংক্রান্ত লেনদেন একটা বিয়েতে কতটা প্রভাব ফেলতে পারে সেই নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিক। এদিকে, এখন প্লট এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে দর্শকরা নিজেরাও রেগে আগুন। এখন কোনদিকে এগোয় এই সিরিয়াল সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Serial update sohag jol will end soon