Shaheb As Av: অভিনেতা সে সিলভার স্ক্রিনে অভিনয় করবে নাকি টেলিভিশনের পর্দায় এটা সম্পূর্ন তাঁর নিজস্ব ব্যাপার। কিন্তু, দীর্ঘদিন যারা টেলিভিশন থেকে দূরে থাকেন তাদের কি কোনও বদল আসে? প্রায় অনেকদিন পর সাহেব ভট্টাচার্য ফিরেছেন অগ্নিভ অর্থাৎ সেলিব্রিটি শেফ AV হিসেবে। রান্না নয়, টেস্টি রেসিপি যার একমাত্র ধ্যান জ্ঞান। টেলিভিশনে দীর্ঘদিন ধরে অভিনয় করতে করতে বিষয়টা একরকম লাগে না? নাকি প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিতে হয়? সাহেব উত্তর দিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে।
এতদিন পর টেলিভিশন। কেমন লাগছে তাঁর সেই চেনা জায়গায় ফিরে? উত্তরে বললেন, "খুবই ভাল। আসলে, এই যে ট্রানজিশনটা আমায় খুব একটা ভাবায় না। কারণ, একজন অভিনেতাকে অভিনয় করতে হবে। মানুষের কাছে পৌঁছে যেতে হবে। যেই, তুমি একটা বিরাট জনগণের কাছে পৌঁছে যেতে চাও তো, টেলিভিশন ছাড়া আর ভাল কোনও মিডিয়া নেই। প্রত্যেকদিন প্রায় পাঁচ কোটি মানুষ টিভি দেখেন। তাই, সেখানে পৌঁছে যাওয়া এবং তাদের ভালবাসা পাওয়া একজন অভিনেতা হিসেবে খুবই সৌভাগ্যের।"
টেলিভিশনের পর্দায় মানুষ রোজ নির্দিষ্ট কোনও চরিত্রকে দেখেন। সেখানে, নিজের আমেজ ধরে রাখা নেহাত সহজ কাজ নয়। প্রতিদিনের গল্পকে মানুষের মনে রেখে দেওয়াও সহজ নয়। এক্সপ্লোর করার জায়গা পান কিনা জানতে চাইলেই তিনি বলেন, "এটা কিন্তু একজন অভিনেতাকে নিজের মতো করে ভেবে নিতে হয়। কারণ, অনেকেই মনে করেন যে একটা প্রজেক্ট যেহেতু, অনেকদিন ধরে আটকে আছি। এক্সপ্লোর করার জায়গা হয়তো পায় না। কিন্তু, একটা চরিত্রের মধ্যে দিয়েই রাগ, অভিমান, ঠাট্টা, হাসি মজা... এই সবটাই কিন্তু একটা চরিত্র শেখায়। এবং টিভিতে সেই জায়গাটা বেশি। প্রত্যেকদিন ভাবতে হয় যেন একরকম কিছু না দেখানো হয়।"
আরও পড়ুন - Saheb-Sushmita : রোমান্টিক দৃশ্যে জোরালো ‘ব্যথা’ পাচ্ছেন সুস্মিতা! গোপন কথা ফাঁস করলেন সাহেব
ফিরলেন যখন সিরিয়ালে, আদ্যোপান্ত একটা রসায়ন এবং সম্পর্কের গল্প। সিরিয়ালের স্ক্রিপ্ট কিংবা ইউএসপি দেখেন নাকি...? সাহেবের কথায়, "ইউএসপি যদি বলতে হয়, তাহলে আমি এটাই বলব যে কথা একটা মিক্স ড্রামা সিরিয়াল। একটা হাই পিচ ড্রামা রয়েছে। ঠিক সেরকমই একটা ইমোশনাল জায়গা রয়েছে। একটা স্ট্রং রোমান্টিক জায়গা রয়েছে। একটা বক্স অফ মিক্স চকলেট আর কি। যেখানে সবটাই খুব ভালভাবে ধরা হয়েছে।"
কথা এবং AV - এই জুটি এখন সকলের বেশ পছন্দের। পাচকমশাই আর গোবরদেবীর কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন সকলে। সাহেব তো সুস্মিতার ভাল বন্ধু। কিন্তু, অগ্নিভ? তাঁর কথার কোন বিষয়টা সবথেকে বেশি ভাল লাগে? উত্তরে বললেন, "আপাতত, গল্পের সূত্রে কিছুই না। কথার কোনোটাই এখনও পর্যন্ত অগ্নিভকে আকর্ষণ করে না। তবে, কথার কাছে কিছুকিছু জায়গায় মনে হয় হয়তো বা, AV মানুষটা এতটাও খারাপ না। সেটা কথা বেশি ভাল বলতে পারবে। আমার কাছে এখনও কথা এক্কেবারে শুধুই গোবরদেবী।"