সব বিতর্ক অতীত, 'বর' শাকিবের জন্মদিনে অপু-বুবলি! খামতি রইল না সেলিব্রেশনে

দুই বউকে নিয়েই জন্মদিন উদযাপন শাকিবের, তারপর?

দুই বউকে নিয়েই জন্মদিন উদযাপন শাকিবের, তারপর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shakib khan, shakib khan apu biswas, shakib bubly, tolly news, shakib khan controversy

শাকিবের জন্মদিন

ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ নায়ক বলে কথা, ওপার বাংলার শাকিব খান কিছুদিন ধরেই চর্চায়। তাঁর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ। তারপর থেকেই কেউ তাঁকে বাঁকা চোখে দেখছেন আবার কেউ কেউ বিশ্বাস করতে নারাজ যে এইকাজ করতে পারেন শাকিব। এরইমধ্যে তাঁর জন্মদিন ঘিরেও নানান চর্চা। কিন্তু একি! সকালে বুবলি রাতে অপু? শাকিবের কাণ্ডে হইচই।

Advertisment

অপু বিশ্বাসের সঙ্গে ৮ বছরের সংসার, ছেলে জয় এখন অনেকটাই বড়। আবার অন্যদিকে বুবলি এবং তাঁর ছেলে বীর। জন্মদিন উপলক্ষে কাউকেই দুঃখ দিলেন না শাকিব। তাই তো, দুজনের সঙ্গেই উদযাপন করলেন এবারের জন্মদিন। তাই দেখেই, শাকিবকে পাক্কা খিলাড়ি বলেও সম্বোধন করেছেন অনেকে। শাকিবের জন্মদিনে বুবলি একটি ভিডিও শেয়ার করেই লিখেছেন, শুভ জন্মদিন। যেখানে ছেলে এবং বাবার যুগলবন্দী দেখার মত।

publive-image
Advertisment

আবার, অন্যদিকে অপু বিশ্বাস ও শাকিবের ছেলে জয় নিজেও বাবার জন্মদিনে সামিল। কেক কাটলেন, তাঁকে উপহার দিলেন। সেই ছবি শেয়ার করে অপু লিখলেন, এখন ছেলের কাছে বাবার থেকে ভাল বন্ধু আর কিছুই হয় না। যদিও অপুর পোস্ট দেখে উচ্ছ্বসিত সকলেই। কেউ বললেন, ঠিক! বাবা কোনোদিন খারাপ হয় না। তবে, বুবলিকে নানান মন্তব্যে ঠুকেছেন অনুরাগীরা। ঢালিউড সুপারস্টারের জন্মদিনকে ঘিরে বিতর্ক তুঙ্গে। তবে, অপুর এই পোস্ট দেখে বুবলির কি মতামত এটি জানতে আগ্রহী সকলেই।

উল্লেখ্য, শাকিবের সঙ্গে নাকি একাধিক নারীর সম্পর্ক। একবার অপুর সঙ্গে বিয়ে, যদিও সেই বিয়ে এবং সন্তানকে গোপনে রাখার নানান চেষ্টা করেছিলেন তিনি। সেই একই কান্ড ঘটিয়েছেন বুবলির সঙ্গেও। গতবছর একরকম জেদ করেই সেই সম্পর্ক সকলের সামনে নিয়ে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী। তারপর থেকেই শাকিবের সঙ্গে তু তু ম্যায় ম্যায়! কিন্তু শাকিবের প্রতি নিজের দায়িত্ব পালন করতে ভুল হয় না বুবলির। তাই তো, যখন অভিযোগ উঠল নিজের দায়িত্বে স্বামীকে নির্দোষ প্রমাণ করতে আওয়াজ তুলেছিলেন তিনি।

tollywood Entertainment News