Advertisment

শুটিং ফ্লোরে বিরাট আকারের সাপ! দৃশ্যের মাঝেই দৌড়লেন টেলিভিশন 'হার্টথ্রব'

চক্ষু ছানাবড়া অভিনেতার, বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shakti arora, shakti arora actor, shakti arora tv actor, shakti arora zee bangla, kundali bhagya, shakti arora serials, shakti arora mumbai actor, শক্তি অরোরা, টেলিভিশন অভিনেতা, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

শুটিং ফ্লোরে সাপ?

শুটিং ফ্লোরে সাপ! শুধু সাপ বললেও ভুল হবে, বিরাট সাইজের পাইথন! টেলিভিশনের শুটিং ফ্লোরে হইহই রই রই কান্ড! ক্যামেরাবন্দি করলেন সিরিয়ালের হিরো। তারপর?

Advertisment

ঘটনা ঘটেছে মুম্বইয়ের একটি শুটিং ফ্লোরে। আর সেই দৃশ্য মুঠোফোনে ধরে রেখেছেন হিন্দি টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা শক্তি অরোরা। বিরাট সাইজের একটি পাইথন। বনদপ্তর থেকে এসেই সেটিকে ধরে নিয়ে যান স্নেক ক্যাচাররা। শক্তি একের পর এক সিরিয়ালের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন। মেরি আশিকি তুমসে হি,  কুণ্ডলী ভাগ্য, সিলসিলা রিস্ত কাঁ এর মত সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। বর্তমানে কুন্ডলী ভাগ্যতে তাঁকে দেখা যাচ্ছে।

আরও পড়ুন < ভাবাবেগে আঘাত, সনাতন ধর্মের অপমান হয়েছে ‘আদিপুরুষে’! ক্ষমা চাইলেন ছবির লেখক >

শুটিং ফ্লোরে সুন্দরী? হ্যাঁ, সেই বিরাট পাইথনকে সুন্দরী বলেই সম্বোধন করলেন শক্তি। লিখলেন, "আমাদের শুটিং ফ্লোরে এই সুন্দরী দেখা গিয়েছে। যারা সাপ ধরেন তাদের মধ্যে একজন বললেন প্রায় ১৫০ টি ডিম দিয়েছে এই সাপটি। আর ঘাবড়ে যাবেন না, সুস্থমত ওকে নিয়ে যাওয়া হয়েছে।" এত সামনে থেকে এত বড় একটি সাপ? বেশিরভাগই হাজির হলেন ক্যামেরা নিয়ে।

উল্লেখ্য, শুটিং ফ্লোরে এহেন ঘটনা বিরল। যদিও, এখন শহর থেকে বেশ দূরেই লাগানো হয় শুটিং সেট। চারপাশে ঘন জঙ্গল থেকে বেরিয়ে আসা এদের পক্ষে খুব স্বাভাবিক। তবে, শক্তির যে সাপ পছন্দ একথা জানতেন না তাঁর ভক্তরা। কেউ কেউ তো তাঁকে এও বললেন, ওর ইচ্ছে হয়েছিল কাজ করার। এদিকে, স্বামীর এহেন ভালবাসা দেখে ভাষা হারিয়েছেন তাঁর স্ত্রী।

bollywood Entertainment News
Advertisment