/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/shreema-bhattacharya.jpg)
শ্রীমার কাণ্ডে এ কি অবস্থা!
বাঙাল ঘটির লড়াই, এ সহজে যাওয়ার নয়। যুগ যুগ ধরে এই লড়াই চলে আসছে, এবং বাঙালিদের মধ্যে দাপটের ভাবও নজরে আসে বেশ। তবে, এবার শুটিং ফ্লোরেও বাঙাল ঘটির দেদার লড়াই। বাঙাল ভাষা শুনে চটলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়! কিন্তু কেন?
কেই বা বলছেন বাঙাল ভাষা? যদিও অনেকের কথায় এই ভাষায় নাকি বেশ মাধুর্য রয়েছে। কিন্তু অনস্ক্রিন বউ শ্রীমার মুখে এই ভাষা শুনে একরকম রেগে আগুন অনিন্দ্য। সোজা দুর দুর করে তাড়িয়ে দিলেন শ্রীমাকে। তারপর? তেমন জেদী শ্রীমা নিজেও। অনিন্দ্য চিৎকার করে বলতে থাকেন, "এই ভাষায় কথা বলবি না আমার সঙ্গে। এটা কাজের জায়গা"। তখনই শ্রীমা যা করলেন...
আরও পড়ুন < ইন্ডাস্ট্রিতে তাঁকে ‘গুরু’ হিসেবে দেখতেন জিতেন্দ্র, ‘পরিচয়’ ছবির পর নিজের মেয়েকে বলেছিলেন… >
অনিন্দ্যকে পেছন ঘুরে দাঁড় করিয়ে ফের বাঙাল ভাষায় বলতে শুরু করলেন, "তোমার সামনে কথা কইতেছি, পেসনে দাঁড়িয়ে কইতেছি"... এই শুনেই আবারও হেসে ফেললেন রাহুল অর্থাৎ অনিন্দ্য। তাঁর হাসি দেখে বিরক্ত শ্রীমা। বললেন, "হাসস ক্যান? এভাবে বাঙ্গাল কথা শুনে কেউ হাসে?" যদিও এখানেই শেষ নয়। তারপর শুরু হল খাওয়াদাওয়ার কথোপকথন। অনিন্দ্যর জিজ্ঞাস্য, "লইট্যা মাছ দিয়ে ভাত খাইস?" তারপর রান্নার ঝুলি খুলে বসলেন শ্রীমা।
উঠে এল সরষে ইলিশ, আলু পোস্ত সবকিছুর প্রসঙ্গ। এমনকি শ্রীমা এও বলে দিলেন পোস্ত আমরা বাঙ্গালরাই ভাল রান্না করি। দুজনের খুনসুটি বেশ উপভোগ করেছেন সকলে। যদিও, তাঁর বাঙাল বলায় খুঁত ধরেছেন অনেকেই। তাও, জমিয়ে দিয়েছেন তাঁরা বাঙাল ঘটির ঝগড়া।