/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/shruti.jpg)
শ্রুতির ভালবাসার নোট
এত বড় মাপের পরিচালক! কিন্তু, এত সাধারণ। ধারাবাহিক পরিচালনার সঙ্গে সঙ্গে সেটিকে হিট করানোর মত ক্ষমতাও রয়েছে অভিনেত্রী শ্রুতি দাসের স্বামী স্বরনেন্দুর। এবার, তাঁকে নিয়েই কলম ধরলেন শ্রুতি।
সাফল্যের সঙ্গে সঙ্গে কি বড়লোকি চাল, ঐশ্বর্য, আসা খুব স্বাভাবিক? ২০ টি ধারাবাহিক পরপর হিট, তাও কীভাবে এত সাদামাটা? সেই কাহিনীই সকলের সামনে আনলেন শ্রুতি। এমনিও একটা সময় জানিয়েছিলেন, বর এমন একজনকে চেয়েছিলেন যিনি ঠিক বাবার মত হবেন। সামলে রাখবেন, আগলে নেবেন। কিছুদিন আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে, সম্পর্কটা বহুদিনের। স্বর্ণেন্দু, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দীর্ঘদিন। কিন্তু আজও, চানাচুর মুড়িতেই মন বসে তাঁর।
আর পাঁচজন তারকা দম্পতির মত পাঁচতারা হোটেল, বিদেশ ভ্রমন কিংবা জৌলুসপূর্ন জীবন নয় বরং সাদামাটা জীবনে কাটাতেই পছন্দ করেন। শ্রুতি লিখলেন...
আরও পড়ুন - উত্তমের প্রত্যাখ্যান! সুপারস্টারের না শুনে বাড়ি ফিরেছিলেন সত্যজিৎ- ও
"হয়তো, অনেকেই ভাববে যে আমি তাঁকে নিয়ে বানিয়ে বানিয়ে বেশি কিছু লিখছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ল্যাভিশ লাইফস্টাইল দেখানো শো অফ ছাড়া আর কিছুই না। বরং এটা জানতে হবে যে একজন মানুষ কীভাবে এতটা সাধারণ হয়ে থাকতে পারে। শো অফ করলে তোমার কোনও প্রতিভা দেখা যায় না। আমার বাবা মা এবং স্বামী একারণেই আমার অনুপ্রেরণা, কারণ ওরা খুব সাধারণ। আমিও একারণেই মাটির মানুষ হয়ে থাকতে পছন্দ করি। আমি তোমার স্ত্রী হতে পেরে ধন্য।"
আরও পড়ুন - স্বাধীনতার মূল্য বোঝে না বর্তমান প্রজন্ম? যুব-সমাজকে দুর্ধর্ষ পাঠ পড়ালেন মিঠুন
এখানেই শেষ নয়। প্রকাশ্যেই ভালবাসা দেখালেন শ্রুতি। তাঁদের বিয়ে নিয়েও চর্চা কম হয়নি। তথাকথিত, অনেক রীতিই ভুল প্রমাণ করেছেন তিনি। যেমন...?
বিয়ের দিন পরনে সাদা রঙের পোশাক। সোনার গয়নার বদলে রুপোর গয়না। খুব কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান। বিন্দুমাত্র, অতিরিক্ত আড়ম্বর ছাড়াই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা।