Advertisment
Presenting Partner
Desktop GIF

বরকে জড়িয়ে চুমু, স্বর্ণেন্দুর জন্মদিনে কেমন আয়োজন করলেন শ্রুতি?

কী লিখছেন শ্রুতি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
celeb news, today entertainment news article, bengali news article shruti das, shruti das news, shruti das serials, shruti das ranga bou, shruti das husband, shruti das swarnendu, shruti das instagram, শ্রুতি দাস, শ্রুতির স্বামী স্বরনেন্দু, টলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

বরের জন্মদিনে শ্রুতি

আদুরে শব্দ, বউয়ের তরফ থেকে জন্মদিনে সুন্দর শুভেচ্ছা বার্তা আশা না করে উপায় আছে? তাও আবার স্ত্রী যদি শ্রুতি দাস, তাহলে তো কথাই নেই। বর স্বর্ণেন্দু এর জন্য কী লিখলেন শ্রুতি?

Advertisment

এর আগেও, নিজের স্বামীকে নিয়ে মিষ্টি কথা লিখেছিলেন তিনি। শুধু তাই হয়, সাদামাটা জীবনের সঙ্গে কীভাবে মিলিয়ে আছেন স্বর্ণেন্দু, সেই নিয়েও বড়াই করেছিলেন তিনি। আজ বাংলা ধারাবাহিকের অন্যতম এক পরিচালকের জন্মদিন। স্ত্রী শ্রুতির তরফে এল এক নিদারুণ শুভেচ্ছা বার্তা। বরকে উপহার দিলেন চকলেট কেক। হাসিমুখে স্বর্ণেন্দু কেক কাটলেন। তারপর?

আরও পড়ুন - প্রতিপত্তি-শো অফ, ‘তুমিই আমার অনুপ্রেরণা..’, স্বামী স্বর্ণেন্দুকে বিরাট সার্টিফিকেট শ্রুতির

বরকে জড়িয়ে ধরে, বেশ কিছু ছবিও নিজের সমাজমাধ্যমে আপলোড করলেন শ্রুতি। লিখলেন, শুভ জন্মদিন হাসবেন্ড। অনেক ভালবাসা। বরকে আদরে ভরালেন তিনি। ছুটি কাটাতে গিয়েছেন নাকি নিজেদের মত করে উদযাপন করছেন সেটি বলা দায়। তবে, দুজনে দুজনের মাঝে মত্ত। বরকে চুমুতে ভরিয়ে দিলেন শ্রুতি। বেশিদিন হয়নি তাঁদের বিয়ে হয়েছে। এখনও তাঁদের নব দম্পতি বলাই যায়। রঙের বাহারে সাজলেন শ্রুতি।

উল্লেখ্য, বরের জন্মদিনে ছিমছাম আয়োজন। স্বর্ণেন্দুকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। প্রসঙ্গত, কিছুদিন আগেই তিনি তাঁর বরকে নিয়ে লিখেছিলেন, তুমিই আমার অনুপ্রেরণা। তোমায় নিয়েই আমার গর্ব হয়। আমার বাবা মা এবং স্বামী একারণেই আমার অনুপ্রেরণা, কারণ ওরা খুব সাধারণ। আমিও একারণেই মাটির মানুষ হয়ে থাকতে পছন্দ করি। আমি তোমার স্ত্রী হতে পেরে ধন্য।”

tollywood Shruti Das Entertainment News
Advertisment