শুটিং ফ্লোরে তো কত কিছুই হয়, নতুন বন্ধুত্ব থেকে সম্পর্ক… আর এবারে তো একদম শাশুড়ি বৌমার সম্পর্ক। টক মিষ্টি হলেও বেশ অন্যরকম এই শাশুড়ি বৌমা, নজর কেড়েছেন দর্শকদের। একসময়ের তু তু ম্যায় ম্যায়, কিন্তু এখন এত্ত ভালবাসা?
ছেলে কুণালের বিয়ে বনির সঙ্গে হোক, একদম মত ছিল না মধুজা অর্থাৎ সোহিনী সেনগুপ্তর। কিন্তু বাস্তবে দুইজনের মধ্যে মিল দেখলে বোঝা যায়, ছেলের বউ অনুষ্কাকে নিয়ে এক ঢোক জল বেশিই খান তিনি। তাই তো, প্রচণ্ড গরমে বৌমার মাথায় ছাতা ধরলেন সোহিনী নিজেই। তাও এ যেমন তেমন ছাতা নয়! তাহলে? আউটডোর শুট উপলক্ষে এই কড়া রোদ, গরমে অনুষ্কাকে বাঁচাতে কী করলেন সোহিনী?
আরও পড়ুন [ ‘গরম লাগলেও শাড়ি মাস্ট’, মেয়েকে সঙ্গে নিয়েই বাসন্তী পুজোয় আরতি-অঞ্জলি স্বস্তিকার ]
প্রখর রোদ, তারমধ্যে শুটিং চলছে। অনুষ্কাকে গরম থেকে রেহাই দিতে নিজের আঁচল ধরলেন মাথার ওপর। এদিকে ক্লান্ত অনুষ্কা তাঁর শাশুমাকে পেয়ে একটু জিরিয়ে নিলেন। এলিয়ে দিলেন গা। আর সেই মুহূর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সোহিনী লিখলেন, কী ভাবছেন? এত আদিখ্যেতা? আসলে অনস্ক্রিন আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। আর আউটডোর শুটে আমার বৌবাবার খুব কষ্ট হচ্ছিল। তাই এই আঁচল ছাতার প্রয়োজন। অভিনেত্রীর এই ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। শুধু তাই নয়, কেউ কেউ আবার প্রশংসা করে বললেন…
আপনি যা ভাল মানুষ, তাতে এটা খুবই স্বাভাবিক। আবার কেউ বললেন, এই না হলে শাশুড়ি! আবার কেউ বললেন, আপনি এবং আপনার বউ বাবা দুজনেই খুব মিষ্টি।