অভিনয় কি খুব সহজ? নাকি এতে প্রমাণ করার কিছুই থাকে না। দিনশেষে সঙ্গেই সুপারস্টারডম। একটি ধারাবাহিক থেকেই খ্যাতি, আর তাঁর সঙ্গে নানা বিষয়। বর্তমান প্রজন্মকে নিয়ে আওয়াজ তুললেন দেবযানী - সৌমিলিরা।
ইন্ডাস্ট্রিতে একটা সিরিয়াল কিংবা একটা সিনেমা করেই জনপ্রিয়তা এবং অর্থের চাহিদা বেড়ে যায় অভিনেত্রীদের? যদিও, এই বিষয়ে এর আগেও মুখ খুলেছিলেন স্বস্তিকা। এবার সেই পথেই আরও আওয়াজ তুললেন সৌমিলি। দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে জানালেন এই প্রজন্মের নানা কথা। বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীদের থেকে শেখার শেষ নেই তবে এই প্রজন্মের অনেকেই সেই বিষয়ে ধার ধারেন না...
প্রসঙ্গে, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেঘ এবং ময়ূরীর অন্সক্রিন মা সোমা বন্দোপাধ্যায় বললেন, "অনেককে নিজে থেকে বলি, যে এটা কর না, ভাল হবে। চরিত্রটা তো হয়ে উঠতে হবে। অনেকে শোনে, আবার অনেকে একটু রেগে যায়। তাদেরকে আর বলি না। কী করব বলে?" এই রেশ ধরেই নিজের অভিজ্ঞতার কথা বলেন সৌমিলী। জানান, এখনকার প্রজন্মের মধ্যে ধৈর্য একদম নেই। সেটা কিন্তু সাফল্যের ক্ষেত্রে খুব প্রয়োজন।
আরও পড়ুন - গালে গাল ঠেকিয়েও বউকে এত ভয়? ‘অবিবাহিত হলেই..’ দাম্পত্যের কঠিন দিক খোলসা করলেন জয়জিৎ
এখানেই শেষ নয়। এখন দুদিনের ফেম, অল্পতেই জনপ্রিয়তা সবকিছুই বাঁধার সৃষ্টি করছে বলেন মনে করছেন সৌমীলি। তাঁর কথায়, "আমরা অল্প অল্প করে শিখেছি। আমাদের মধ্যে ধৈর্য ছিল। কিন্তু এখন যেন একদিন এসেই দ্বিতীয়দিনই ওপরে ওঠার একটা চেষ্টা। এটা তো হয় না। উঠতে গেলে তো ধাপ লাগে। শিখতে হয়, সিঁড়ি লাগে। এই ধৈর্য্য না থাকলে খুব মুশকিল।"
ইন্ডাস্ট্রির নব্য হিরোইনদের নিয়ে চর্চার শেষ নেই। কেউ অল্পেই জনপ্রিয়তা পেয়েছেন। আবার কেউ কেউ, সহজেই সেটি হারিয়েও ফেলেছেন। কেউ আবার পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এই নিয়েও আওয়াজ তুলেছিলেন অনেকেই।