ফুরফুরে এক রোদের জন্মদিন…'মিঠাই' সৌমিতৃষার জন্মদিনে বিশেষ প্ল্যান কি? আপাতত ব্রজভুমিতে নিজেকে নিয়ে ব্যাস্ত অভিনেত্রী, তবে এবার খুল্লামখুল্লা নিজের মনের ডাক্তার-কে নিয়ে মুখ খুললেন তিনি।
Advertisment
ইউটিউবে মাঝেমধ্যেই নানান ভ্লগ আপলোড করেন। সায়কের সঙ্গেই তাঁকে দেখা গেল আবার। বন্ধুর জন্মদিনের প্ল্যান কি জানতে চাইলেই এক মোক্ষম জবাব দিলেন মিঠাই। বললেন, "প্ল্যানিং তো বলব না। তবে হতে পারে আমার বিয়ে হয়ে গেল"। একথা শুনেই চোখ কপালে সায়কের। বন্ধুর বিয়ে এদিকে তিনি নিজেই জানেন না? চমকে গেলেন সায়ক। সোজা জানতে চাইলেন, "তোর বিয়ে কবে? ছেলে দেখছে বাড়ি থেকে"?
উত্তরে রহস্য জিইয়ে রাখলেন মিঠাই। বললেন, "বিয়ে হতেই পারে। খুব কাছের মানুষের কাছে যাচ্ছি"। জন্মদিনে কি তবে সত্যিই কিছু ঘটতে চলেছে? প্রেমে পড়েছেন তুফানমেল? বন্ধু সায়ককে উদ্দেশ্য করেই বললেন…"সে তো অনেকদিন! বিষয়টা লং ডিস্টেন্স, কলকাতাতেও তাঁর ঘর আছে। তবে বেশি ওখানে থাকে। সে আমার মনের ডাক্তার"।
ব্রজভুমিতে কৃষ্ণসাজে সৌমিতৃষা। মাথায় হলুদ তিলক, ময়ুরের পালক… অভিনেত্রী তাঁর কাছের কৃষ্ণর কাছেই গিয়েছেন। প্রেম অর্থ কৃষ্ণপ্রেম। হলুদ পোশাকে অভিনেত্রীকে মায়াবি বলছেন তাঁর ভক্তরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন তিনি। জানিয়েছিলেন, এই জন্মদিনে নিজেকে আরও একবার খুঁজে পাওয়ার চেষ্টা করবেন তিনি। তবে, কলকাতায় ফিরে বার্থডে পার্টি হবে কিনা সেই নিয়ে কিছুই জানা যায়নি।