/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/dev.jpg)
মিঠাই - দেবের সিনেমা?
যেন এক অধ্যায় শেষ হল। মিঠাই ধারাবাহিক গত তিনবছরে জায়গা করে নিয়েছিল সকলের মনে। শুধু যে আদৃত এবং সৌমীতৃষা, এমনটা নয়! প্রতিটা চরিত্রই নিদারুণ কাছের হয়ে উঠেছিল সকলের। সেই ধারাবাহিকের শুটিং শেষ। এবার শুধু শেষ এপিসোড সম্প্রচার হওয়ার পালা। তাতেই মন খারাপ ছিল সদস্যদের।
বিশ্বজিৎ চক্রবর্তী এবং মিঠাই এর যে কেমিস্ট্রি সেটি নজরে এসেছিল সবার। নিজের নাতনির মতোই তাঁকে ভালবাসতেন। তাই, তো শেষদিন নাতনিকে প্রাণভরে আশীর্বাদ করলেন তিনি। তাঁর সঙ্গে জানালেন এক বিরাট খবর। নাতনি সৌমিতৃষার উন্নতিতে যেন বাঁধনছাড়া আনন্দ তাঁর। শেষদিন দাদুকে পায়ে ধরে প্রণাম করতেই বিশ্বজিৎ বললেন, তোর অনেক উন্নতি হোক। তুই এত ভাল অভিনেত্রী, আরও বড় হ। এরপর? দিলেন বিরাট সুখবর।
আরও পড়ুন < ‘সময়ই সবকিছু থিতিয়ে দিয়েছে..’, KK-র মৃত্যুবার্ষিকীতে শোকজ্ঞাপন রূপঙ্করের পরিবারের >
সংবাদমাধ্যমের সামনেই বললেন, "তোমরা জানো না হয়তো.. সৌমিতৃষা দেবের সঙ্গে সিনেমা করছে। ওর এখন সামনে অনেক ব্যস্ততা।" একথা শুনেই হাসলেন মিঠাই। তবে, একেবারেই সেই বক্তব্যের পাল্টা মন্তব্য তিনি করলেন না। উল্টে হেসে তাঁর দাদুকে একথা বললেন, যে তোমরা শুধু আশীর্বাদ করো তাহলেই হবে। আমি যেন আরও বড় হতে পারি।
যদিও, দেবের কোন ছবিতে তাঁকে দেখা যাবে, সেকথা এখনও পরিষ্কার নয়। সামনে দেবের হিটলিস্টে রয়েছে নানা ধরনের ছবি। সৌমিতৃষা জানিয়েছেন এখন সামনের ৬মাস ধারাবাহিক থেকে ছুটি নেবেন তিনি।