অল্প বয়সে বিয়ে, তারপর আবার সন্তানের প্রসঙ্গ! 'তোমাদের রানী' ( Tomader Rani ) ধারাবাহিকে চলছে মহা সপ্তাহ। মেডিক্যাল পড়তে পড়তেই রানী সন্তান সম্ভাব্য। নানা অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাঁকে। আর এক মহাসপ্তাহে হতে চলেছে নানা গন্ডগোল।
একদিকে যখন, যেতে চলেছে দুর্জয়ের লাইসেন্স! অন্যদিকে তখন জয়জয়কার রানীর। তাঁর বুদ্ধিমত্তার পরিচয়ে চিকিৎসকরাও বেশ খুশি। কিন্তু, তাঁর শাশুড়ির মোটেই এসব পছন্দ হচ্ছে না। ছেলেকে টপকে তাঁর বৌমার উন্নতি একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। আর এবারের মহাসপ্তাহে বেশ কিছু ঘটনা ঘটবে। সেইজন্য প্রস্তুত পর্দার 'রানী' অভিকা।
বয়সটা নিতান্তই কম। এখনও পড়াশোনা করছেন বাস্তবে। রানী হিসেবে তাঁর পর্দায় প্রথম কাজ। মহাসপ্তাহ নিয়ে কতটা উত্তেজিত? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতেই বললেন, "আসলে এই সপ্তাহটা খুব আকর্ষণীয় হতে চলেছে। আর সত্যি বলতে গেলে এই পর্ব গুলোতে আমায় দেখা যাবে বেবি বাম্প নিয়ে। সেটা একটা বিরাট চ্যালেঞ্জ! খুব কঠিন একটা কাজ। আসলেই একজন মা কীভাবে ওঠেন বসেন, বাচ্চাটাকে সামলে, এগুলো শিখতে হবে। সেটা নেহাতই সহজ না। একেই ওজন ওরকম, ( হাসি ) আমি একটু রোগা রোগা তো!"
পর্দায় মা হওয়া আর বাস্তবে মা হওয়ার মধ্যে অনেক ফারাক রয়েছে। কিন্তু, চরিত্রকে পর্দায় বাস্তবায়িত করতে গেলে অনেকটাই রপ্ত করা প্রয়োজন। একজন মেয়ে যে আসলে সন্তানের মা নয়, সেটা কিন্তু খুব বড় ব্যাপার তাঁর কাছে। অভিকা হাসির ছলেই বললেন... "আমি সমানে ভিডিও দেখছি জানো। কী করে একজন অন্তঃসত্বা মহিলা হাঁটাচলা করেন। কাহানির বিদ্যা বালানকে ( Vidya Balan ) বারবার দেখছি। তারপর, ধরো মিমি, মানে কৃতি স্যানন ( Kriti Sanon ) তাঁকে দেখছি। একটা ডায়েট কন্ট্রোল করতে হচ্ছে আমায়। কারণ, প্রেগনেন্সির ক্ষেত্রে ওজন বাড়ানো একটা বিষয়, যেটা আমার নেই... ( হাসি )।"
আসন্ন সময়ে সন্তানকে কোলে পেতে চলেছেন রানী এবং দুর্জয় ( Rani and Durjoy )। ফ্লোরে একটি বাচ্চা থাকাও নিতান্ত সহজ নয়। সামলানোর কিছু নিয়ম তো থাকেই, প্রস্তুত তো? উত্তরে অভিনেত্রী বলেন... "আমি না ছোট থেকে বেবিসিট করে এসেছি। বাড়িতে অনেক পুচকি আছে, ওদের সঙ্গে খেলি আর কি। মা হওয়ার বিষয় তো অনেক দূর কিন্তু বাচ্চাদের দিকটা আমার খুব ভাল লাগে।" এখানেই শেষ না। দুর্জয়ের ডাক্তারি লাইসেন্স চলে যাওয়া প্রসঙ্গেই তাঁর বক্তব্য, শাশুড়ি তো এমনই হয়। ছেলের কষ্টটা মাকে তো বিঁধবেই। দেখি আমি দুর্জয়ের লাইসেন্স ফিরিয়ে দিতে পারি কিনা। প্রসঙ্গত, 'তোমাদের রানী' ধারাবাহিকে ফিরেছেন বিখ্যাত জুন আন্টি অর্থাৎ উশসী চক্রবর্তী। এখানে তিনি চিকিৎসক ভূমির ভূমিকায়। তাঁকে দেখে প্রথম অনুভূতি?
হাসতে হাসতেই নতুন নায়িকার মন্তব্য, "আমি যেদিন প্রথমদিন তাঁকে দেখেছিলাম, মাকে বলেছিলাম মা, ওই দেখ জুন আন্টি। আর উশসী দিও বলে উঠেছিলেন, এই আমি জুন আন্টি না।" আপাতত, ফ্লোর তিনি ভয়ঙ্কর উপভোগ করছেন। পরিবার কিংবা নায়ক দুর্জয়ের সঙ্গে নানা খুনসুটি সবটাই বেশ নতুন কিন্তু সুন্দর তাঁর কাছে।