scorecardresearch

‘সন্ধ্যে ৭টায় জলু কাকু..’, প্রকাশ্যে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের’ প্রোমো, দিন গুনছেন সিরিয়ালপ্রেমীরা

পরকীয়া-কূটকচালি বাদ দিয়ে জলসার এক অনন্য ভাবনা, আপ্লুত দর্শকরা

star jalsha, star jalsha serial, star jalsha serial komola o shriman prithwiraj, komola o shriman prithwiraj
'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' আসছে

জলসার পর্দায় একেবারেই ভিন্ন ধাঁচের গল্প। ইতিহাস এবং ইংরেজ অত্যাচার এই পটভূমিতেই নতুন ধারাবাহিক নিয়ে হাজির স্টার জলসা। ধারাবাহিকের নাম ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’। যদিও ‘শ্রীমান পৃথ্বীরাজ’ – তরুণ মজুমদারের ছবি মন কেড়েছিল তৎকালীন সময়ে। এবার ধারাবাহিক হিসেবে নতুন যাত্রা শুরু।

প্রায় এক বছর পর, এই সিরিয়ালের প্রোমো নজরে আসতেই নিদারুণ খুশি দর্শকরা। পরকীয়া, বুজরুকি বাদ দিয়ে এই প্রথম এক অনন্য ভাবনার সিরিয়াল। দর্শকদের মতামত, তরুণ মজুমদারের সেই শ্রীমান পৃথ্বীরাজের কথা মনে পড়ে গেছে। সিরিয়ালে কমলার চরিত্রে অভিনয় করছেন অয়না চট্টোপাধ্যায়, এবং সুকৃত সাহাকে দেখা যাবে শ্রীমান পৃথ্বীরাজের চরিত্রে। প্রোমো প্রকাশ্যে আসতেই বেজায় খুশি দর্শকরা।

কমলার বাবা, উপাধিপ্রাপ্ত রায়বাহাদুর ব্রিটিশ তোষণে ব্যস্ত। মেয়েকেও কমলার বদলে অরেঞ্জ বলে ডাকেন। এদিকে, মানিক অর্থাৎ পৃথ্বীরাজের বাবা ঘোরতর ব্রিটিশ বিরোধী। ইংরেজদের নিয়ে তাঁর নানান আপত্তি। ইংরেজ ম্যাজিস্ট্রেটকে যাত্রাপালা দেখতে আমন্ত্রণ জানায় রায় বাহাদুর। তারপরই সমস্ত ঘটনা এসে ভেস্তে দেয় মানিক। বাংলায় তাঁর থেকে বড় শ্রীমান পৃথ্বীরাজ আর হয়? যদিও এই ঘটনায় বেকুব রায় বাহাদুর। কিন্তু তাঁর কন্যা মন হারালেন মানিকের সাহসের কাছে। ইংরেজদের চোখে চোখ রেখে কথা বলা কি কম দুঃসাহস!

ছেলেকে শান্ত করতেই কমলার সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মানিকের বাবা। ব্যাস! এই বুনো ওল আর বাঘা তেতুঁলের সংসার দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকরা। অল্প বয়সের দস্যিপনা, সংসারে কী না কি ঘটতে চলেছে। দর্শকদের কথায়, এবার একটি ভাল সিরিয়ালের খোঁজ পাওয়া গেল। যাক! আবার কেউ বললেন, জলু কাকু ভাল স্লটে দিও সিরিয়ালটা, কেঁচিয়ে দিও না।

উল্লেখ্য, এই ধারাবাহিকে অভিনয় করেছেন কুশল চক্রবর্তী, গীতশ্রী রায়, সোহিনী সেনগুপ্ত থেকে সুভদ্রা চক্রবর্তী, অভিজিৎ গুহ প্রমুখ। সিনেমার সঙ্গে এই ছবি পাল্লা দিতে পারে কিনা এখন সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Star jalsha kamala o shriman prithwiraj serial promo