জীবনে যেন অশান্তির শেষ নেই! একটা বিপদ যেতে না যেতেই আরেকটা বিপদ। ঋষি-পিহুর সুখের সংসারে কাঁটা লেগেই আছে। রোহন কী চাল চলতে চলেছে আবার?
অজানা ঝড় লেগেই আছে ঋষি-পিহুর সংসারে। হাজারো সমস্যা মিটিয়েও যেন শান্তি নেই। নতুন করে সবটা শুরু করেছে পিহু এবং ঋষি। বিয়ের পরে এই প্রথম ঘুরতে যাওয়ার পালা। আর সেখানে গিয়েই ঘটবে অঘটন? ঋষির থেকে সবকিছু কেড়ে নেওয়ার প্ল্যান করছে রোহন! শুধুই বাড়ি ঘর সম্পত্তি নয়, বরং ঋষির সবথেকে কাছের পিহুকেও।
অজানা অন্ধকারে ঋষি। হানিমুনে গিয়েই কী সবটা হারিয়ে ফেলবে সে। তছনছ হয়ে যাবে দুজনের সংসার? রোহনকে বন্ধু ভেবে বিরাট ভুল করতে চলেছে দুজনেই। দুদিনের মধ্যে সবকিছু শেষ করে দেবে রোহন! এর আঁচ কী পাবে না ঋষি-পিহুর কেউই?
যদিও বা TRP এর তালিকায় অনেকটা পিছিয়ে মন ফাগুন, তারপরেও দর্শকরা গল্পের নতুন নতুন টুইস্ট দারুণ উপভোগ করছেন। সত্যের মুখোমুখি হওয়া এখনও অনেক বাকি! ঋষি – পিহুর সম্পর্ক কোনদিকে মোড় নেয় এখন সেটাই দেখার।