৩৬৫ দিন চলে গেল… টলি অভিনেতা সুদীপ সরকার এবং অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরীর সংসার পা রাখল এক বছরে। বিবাহবার্ষিকী উপলক্ষে স্পেশ্যাল কী কী হচ্ছে আজ?
রাত হতেই কেক, মোমবাতি – সাহেবী স্টাইলে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন দুজনে। ফেসবুকে সেই ছবি শেয়ার করেই অনিন্দিতা লিখলেন, ৩৬৫ দিন চলে গেল, খুব ফান হচ্ছে নাকি রে? সেই মন্তব্যের উত্তর দিয়েছেন সুদীপ। বললেন, ফান রাইড এক্কেবারে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা, দুজনকে ভালবাসা জানিয়েছেন সকলে। কিন্তু একবছরে বিশেষ কিছু আয়োজন তো থাকেই! কী বলছেন তাঁরা?
আরও পড়ুন [ উস্কোখুস্কো চুল, জোরালো দৃষ্টি… সন্ন্যাসী বেশে অনন্য ‘বাঘা যতীন’ দেব ]
এক সংবাদমাধ্যমে তাঁরা জানিয়েছেন, এবার বিশেষ কিছুই হচ্ছে না। তাঁদের পোষ্য অসুস্থ। বাড়িতেও অনেকের শরীর ভাল নেই। বাবা মা এসেছেন, রাতে বন্ধুবান্ধবরা আসবেন, এটুকুই। খাওয়াদাওয়া তো থাকছেই। সব মিলিয়ে এবছরের বিবাহবার্ষিকী বাড়িতেই উদযাপন করবেন তাঁরা। তবে, অভিনেত্রীর কথায়, হীরের গয়না উপহার পেয়েছেন তিনি।
গতবছর, খুব কাছের মানুষদের নিয়েই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। টলিপাড়ায় তাঁদের কাছের কিছু বন্ধুবান্ধব এবং ঘরোয়া আচার মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুদীপ ও অনিন্দিতা। উল্লেখ্য, দুজনেই ব্যস্ত স্টার জলসার ধারাবাহিকে। অনিন্দিতা রয়েছেন এক্কা দোক্কা এবং গুড্ডি ধারাবাহিকে। সুদীপকে দেখা যাচ্ছে মেয়েবেলা ধারাবাহিকে। ভালবাসার সংসার সাজিয়েছেন দুজনে।