বাবার মাথায় ঢালবে জল.. সুদীপের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে চমকে যেতে হয়। অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যে এবার বাবার কাছে যাওয়ার প্ল্যান করছেন.. সম্পূর্ন পোস্ট না দেখলে বোঝাই সম্ভব না।
Advertisment
শ্রাবণে বাবার কাছে যাওয়ার ভক্তদের অন্ত নেই। রাস্তাঘাটে ভিড় ঠেলে কাঁধে বাঁক নিয়েই সকলে বাবার কাছে যাচ্ছেন। কিন্তু সুদীপ, পোস্টার ছাপিয়ে বাবার কাছে যাওয়ার কথা ঘোষণা করলেন! শুধু নিজে একা না, দলীয় পার্টির পর্যন্ত উল্লেখ করলেন তিনি। বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির তরফেই নাকি আয়োজন করা হয়েছে?
মেদিনীপুর থেকে তারকেশ্বর, সবাই যাবে হাটি হাটি... সারা বাংলার মানুষকে ডেকে পাঠিয়েছেন সুদীপ। একটু খেয়াল করলে দেখা যাবে, সুদীপ না বরং সকলকে ডেকে পাঠিয়েছেন রুদ্ররুপ স্যানাল। ফুলকিতে তাঁর চরিত্র রুদ্ররূপ। হাসিমুখেই সকল ভক্তদের বাবার কাছে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পোস্টারে নিজের ছবি দেখে বেজায় আনন্দিত তিনি।
এই সম্মান যেন আশা করেননি তিনি। বিনোদনের মানুষদের কাছে সিনেমার পোস্টারে নিজেদের দেখা গেলেও রাজনীতির ব্যানারে নিজেদের দেখা বেশ সৌভাগ্যের ব্যাপার। সেই কারণেই কি এত গদগদ ভাব? যদিও, পোস্টারে হাসি ধরছে না তাঁর। কিন্তু বাস্তবে আদৌ হাসছেন কিনা সেটা বোঝা সম্ভব না।