মাথার ওপর থেকে যেন ছায়া সরে গেল, কাছের মানুষকে হারিয়ে শোকে মূহ্যমান সঞ্চালিকা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কান্না থামছে না তাঁর।
Advertisment
কাছের মানুষের চলে যাওয়ার আশঙ্কা করেছিলেন দীর্ঘদিন। মা, বলে কথা তাঁকে নিয়ে দুশ্চিন্তাও ঘিরে ধরেছিল তাঁর। অভিনেত্রী, গতকালই জানিয়েছেন দুঃসংবাদ। দীর্ঘদিন ধরে মায়ের সেবাযত্ন করেও তাঁকে ধরে রাখতে পারলেন না। প্রয়াত অভিনেত্রী সঞ্চালিকার মা। অসুস্থ ছিলেন গতবছর থেকেই। প্রথমে হৃদরোগে আক্রান্ত হন তিনি তারপর থেকেই হাসপাতালে ছিলেন বহুদিন।
একের পর এক অসুস্থতা! সেরিব্রাল অ্যাটাক তারপর শরীরের একপাশ একেবারেই অবশ হয়ে যায় তাঁর। বহুদিন ভেন্টিলেশনে থেকে লড়াই করেছেন। কিন্তু শেষরক্ষা হল না। মায়ের ছবি পোস্ট পরেই তিনি জানালেন খারাপ খবর। সঙ্গী অবশ্যই রবীন্দ্রনাথের গান। তার থেকে বেশি মানুষের সুখ দুঃখের সঙ্গী যে আর কেউ নেই। ছবির সঙ্গে তিনি লিখলেন.. "যদি থাকি কাছাকাছি, তবু দেখিতে না পাও...তবু মনে রেখো.."।
প্রসঙ্গত, কিছুমাস আগেই মায়ের জন্মদিনের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, "আর কটা জন্মদিন তোমার সঙ্গে কাটাতে পারব, জানি না। কিন্তু একটা কথা, মা হলেন এমন একজন, যিনি কোনও পরিস্থিতিতে তোমায় বিচার করবেন না।" আর গতকাল এই ঘটনার পর আরও ভেঙে পড়েছেন তিনি। তাঁকে সাবধানে এবং সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন অন্যান্য তারকা বন্ধুরা।