সকাল থেকেই সেজেগুজে তৈরি নতুন বউ সুদীপ্তা। শেষ কিছুদিন ধরেই বিয়ের আগের নিয়ম রীতি পালন করেছেন। আইবুড়ো ভাত পর্ব থেকে মেহেন্দি এবং সকালের গায়ে হলুদেও তাঁর সাজ ছিল দেখার মত।
আজই বিয়ে সুদীপ্তার। লগ্ন আর বেশি বাকি নেই…বাঙালি সাজে সকালবেলা ধরা দিলেন তিনি। সাদা লাল পেড়ে শাড়ি, সোনার গয়না, মাথায় মুকুট..শাখা পলায় ঠিক যেমন নতুন কনে। সকালের সাজের ভিডিও তিনি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে, গায়ে হলুদ উপলক্ষেও তাঁর বাড়িতে হাজির ছিলেন অনেকেই।
যেহেতু এখন বেণী চরিত্রে অভিনয় করছেন, সোহাগ জলের বেশ কিছু সদস্য এসেছিলেন সকালে। শ্রীতমার সঙ্গে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সন্ধেতেও সাজবেন লাল টুকটুকে বেনারসিতে। খুব কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন সুদীপ্তা। তৃণুমুল বিধায়ক স্মিতা বক্সির ছেলে সৌম্যর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। ফলেই রাজনীতির বেশ কিছু চেনা মুখেদের নিমন্ত্রণ রয়েছে একথা বলাই যায়।
উল্লেখ্য, অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমন্ত্রণ পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছেও। আসবেন কিনা সেটি জানেন না। আয়োজনে খামতি নেই। মাছ, মাংস থেকে নানাধরনের মিষ্টি..কী নেই? অতিথিদের আপ্যায়নে প্রস্তুত বন্দোপাধ্যায় পরিবার।