Advertisment

'আমি ভীষণ লয়াল, কিন্তু…', শোভন সৎ ছিলেন না সম্পর্কে? স্বস্তিকার ইঙ্গিতে…

বিচ্ছেদ-বিতর্কে ঘি ঢাললেন স্বস্তিকা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
swastika dutta, sovan ganguly, swastika-sovan, swastika sovan relationship, sovan swastika breakup, শোভন গাঙ্গুলি, স্বস্তিকা দত্ত, শোভন স্বস্তিকার বিচ্ছেদ, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

স্বস্তিকা-শোভন

সম্পর্কে জোড়া লাগা- আর বিচ্ছেদ, একে অপরের সঙ্গে পারস্পরিক। কখনও কারওর সঙ্গে থাকার ইচ্ছে না হলে সেটিকে জোর করে টেনে নিয়ে যাওয়ার কোনও অর্থ নেই। আবার সম্পর্কে সততা না থাকেলও সেটিকে নিয়ে বাঁচা দায় হতে পারে। এমনই এক ইঙ্গিত দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

Advertisment

গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম ছিল টক অফ দ্যা টাউন। ইমন চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরই শোভন স্বস্তিকার সঙ্গে সম্পর্কে জড়ান। সেই থেকেই একসঙ্গে থাকা-ঘোরা। হঠাৎ করে মাস তিনেক আগে তাঁদের বিচ্ছেদ নিয়ে চরম গুঞ্জন। তাঁরা নাকি আলাদা হয়ে গিয়েছেন। এ প্রসঙ্গে প্রথমদিকে কোনও শব্দ বের না করলেও এতদিনে শোভন লয়াল ছিলেন না বলেই উল্লেখ করেছেন তিনি।

তথাকথিত, ন্যাকা ন্যাকা প্রেম তাঁদের ছিল না। স্বস্তিকা একসময় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, দুজনে দুজনকে স্পেস দিতে ভালবাসেন। শুধু তাই নয়, রোমান্সের ব্যাপারেও সংজ্ঞা একেবারেই ভিন্ন তাঁদের কাছে। কিন্তু, সম্পর্কের ক্ষেত্রে কি শুধু একাই সৎ ছিলেন তিনি? এমনই এক কথা বললেন সাক্ষাৎকারে…

" আমি সবসময় প্রেমে পড়তে ভালবাসি। ভীষণ লয়াল প্রেমের ক্ষেত্রে। আমাউ যদি কেউ ৯০% দেয়, তবে আমি ১০০% ফেরত দেব। কিন্তু আমার সঙ্গে সৎ থাকতে হবে।" তবে কি শোভন তাঁদের সম্পর্কে সৎ ছিলেন না? উত্তরে তিনি বলেন, "আমি কারওর নাম খারাপ করতে চাই না। হয়তো, আমি খুব বোকা ছিলাম, সেইজন্য সিরিয়াস ছিলাম। ওর দিক থেকে ও হয়তো ঠিক। আর কী বলব…? "

উল্লেখ্য, কী কারণে আসলেই সম্পর্কটা ভাঙে সেই নিয়ে আজও সন্দেহে রয়েছেন তাঁর অনুরাগীরা। এদিকে, ফাটাফাটি ছবির প্রিমিয়ারে ইমন-স্বস্তিকার ছবি একসঙ্গে দেখে অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন। আর সেই ছবির ক্যাপশনেই ইমন লেখেন, অনেক হল…চল কেটে পড়ি।

tollywood Entertainment News Swastika Dutta
Advertisment