Advertisment
Presenting Partner
Desktop GIF

'বাবাই, আমরা আবার…', অসুস্থ রুবেলকে সুস্থ করতে মরিয়া শ্বেতা!

রুবেলকে নিয়ে চিন্তিত শ্বেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sweta bhattacharya, rubel das, sweta-rubel, rubel das news, rubel das injured, rubel das leg injury, rubel das and sweta bhattacharya relationship, রুবেল দাস, শ্বেতা ভট্টাচার্য, টলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

শ্বেতা-রুবেল

পায়ে চোট! শুটিং দৃশ্যের অভিনয় করতে গিয়েই রুবেলের গোড়ালিতে আঘাত। তারপর থেকেই, বাড়ি বসেই শট দিয়েছেন অভিনেতা। আর পাশে থেকেছেন শ্বেতা খোদ।

Advertisment

প্রেম সে তো এমনই! দুজনের খারাপ সময়ে একে অপরের পাশে থাকার এক অঙ্গীকার। রুবেলকে বেশ কিছুদিন সাবধানে থাকার কথাই বলেছিলেন চিকিৎসক। সেই পরামর্শ মেনে চলছেন অভিনেতা। শ্বেতা প্রতি মুহূর্তে মিস করছেন তাঁর কাছের মানুষকে। এমনিও রুবেল, নাচেন খুব ভাল। সেকারণেই আরও পা নিয়ে চিন্তিত পরিবারের সকলে।

আরও পড়ুন - Pori Moni: ভাঙা গ্লাস, ব্যান্ডেজ, দু-টুকরো…! ভাল নেই পরীমণি?

এই যুদ্ধ যেন শ্বেতারও। তাই তো, সুখের দিনের স্মৃতি সামনে আনলেন তিনি। সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছেন রুবেল। গান গাইছেন, প্রেমের আবহে গা ভাসাচ্ছেন। সেই ভিডিও শেয়ার করে শ্বেতা লিখলেন..তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবাই, আমরা আবার ঘুরতে যাব। পাল্টা মন্তব্য করলেন, রুবেল নিজেও। লিখলেন... অবশ্যই! আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাব।

প্রসঙ্গত, লিড অভিনেতাদের মধ্যে রুবেল বেশ জনপ্রিয়। নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন হিসেবেও বেশ মন জয় করেছিলেন তিনি। তার মধ্যেই এই বিপত্তি। যদিও, বেশকিছুদিন পার হল। এখন সকলেই তাঁর সুস্থ হওয়ার অপেক্ষায়।

tollywood Entertainment News
Advertisment