Shailesh Lodha Leg Injury : জন্মদিনে পায়ে গুরুতর চোট, মন খারাপ শৈলেশ ভক্তদের, দেখুন ভিডিও

৮ নভেম্বর তারক মেহতা কা উলটা চশমা খ্যাত তারক মেহতা ওরফে শৈলেশ লোধার জন্মদিন। বিমানবন্দরে তাঁকে দেখেই এগিয়ে আসেন পাপারাৎজ্জিরা। ক্যামেরায় ধরা পড়ল তাঁর পায়ের গুরুতর চোট। জন্মদিনে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

৮ নভেম্বর তারক মেহতা কা উলটা চশমা খ্যাত তারক মেহতা ওরফে শৈলেশ লোধার জন্মদিন। বিমানবন্দরে তাঁকে দেখেই এগিয়ে আসেন পাপারাৎজ্জিরা। ক্যামেরায় ধরা পড়ল তাঁর পায়ের গুরুতর চোট। জন্মদিনে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জন্মদিনে আহত তারক মেহতা

জন্মদিনে আহত তারক মেহতা

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো তারক মেহতা কা উলটা চশমা। ২০০৮ থেকে একটানা সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। দীর্ঘ ১৬ বছর ধরে শোয়ের জনপ্রিয়তা এতটুকু ফিকে হয়নি। তারক মেহতা কা উলটা চশমা থেকে বিদায় নিয়েছেন অনেকেই, এসেছে বেশ কিছু নতুন মুখও। এই শো ছেড়ে চলে গিয়েছেন পর্দার তারক ওরফে শৈলেশ লোধা। সম্প্রতি বিমানবন্দরে তাঁকে দেখা মাত্রই ছুটে আসে পাপারাৎজ্জিরা। তাঁদের দিকে হাসি মুখে পোজ দেন টেলি অভিনেতা শৈলেশ লোধা। তবে তারক মেহতার ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর। সেলেব পাপারৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে শৈলেশের পায়ের চোট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

Advertisment

তারক মেহতা থেকে সরে এলেও দর্শকের মনে আজও নিজের সেই পুরনো ইমেজটাই রয়েছেন শৈলেশের। পায়ের চোট দেখে প্যাপেরা কারণ জানতে চান। উত্তরে তিনি এটুকুই জনান যে, চোট পেয়েছেন।  প্রসঙ্গত, ৮ নভেম্বর শৈলেশের জন্মদিন। আর জীবনের এই বিশেষ দিনে তাঁর পায়ের চোট দেখে চিন্তিত অনুরাগীরা।

Advertisment

সমাজমাধ্যমের পেজে ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে ভক্তরা কেউ লিখেছেন, 'পায়ে কী হয়েছে', কেউ আবার তাঁর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। শৈলেশের এক অনুরাগীরর মতে, পায়ের চোট অত্যন্ত গুরুতর, বিশ্রামে থাকা উচিত। জন্মদিনে তারক মেহেতার সুস্থ হয়ে ওঠাই এখন ফ্যানেদের একমাত্র কাম্য। 

আরও পড়ুন : 'আমার তিনটি সন্তান...', পডকাস্টে এসে এ কী বললেন বিগ বস গার্ল মাহিরা!

প্রসঙ্গত, তারক মেহতা কা উলটা চশমায় তারক আর জেঠালালের বন্ধুত্ব ছিল এই শোয়ের ইউএসপি। কিন্তু, ২০২২ সালে আলাদা হয়ে যায় তারক-জেঠালালের পথ। দীর্ঘ ১৪ বছর দর্শকের মনোরঞ্জনের পর শো ছেড়ে বেরিয়ে যান তারক মেহতা ওরফে শৈলেশ লোধা। দুজনের অন স্ক্রিন কেমেস্ট্রি যেমন দর্শককে বিনোদন দিত, অফ স্ক্রিনেও তাঁদের বন্ধুত্ব কিন্তু অটুট। 

TV Actor Hindi Television