মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সিরিয়াল প্রেমী? টেলি একাডেমির মঞ্চে, তিনি নাকি পুরস্কার পেয়েছেন? সিরিয়ালের হাল হকিকত তাঁর নখদর্পনে, একথা বারবার আগেও বোঝা গিয়েছে তাঁর কথাবার্তার ধরণ দেখে। আর আজ নাকি তিনিও পুরস্কারের আওতায়!
মঞ্চস্থ হলো টেলি একাডেমী পুরস্কার। প্রত্যেককে নিজে হাতে সম্মাননা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিরিয়াল নিয়ে বেশ কিছু কথাও বললেন তিনি। আর প্রতিবারের মত এবারও সেরার সেরা কে হলেন, সেও জানা গেল অনুষ্ঠানের শেষে। তবে, কানাঘুষো খবর এবার নাকি গুড্ডি, অনুরাগের ছোঁয়ার মত ধারাবাহিকের গীতিকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পুরস্কার পেয়েছিলেন? সেটি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী? একেবারেই না! বিষয়টি হাসিমুখেই এড়িয়ে গিয়েছেন।
সিরিয়ালের নায়ক নায়িকা থেকে কাকা কাকিমা, মা বাবা কিংবা মাসী পিসি... একটা সময় পর তাঁরা প্রত্যেকেই হয়ে ওঠেন মানুষের ঘরের কাছের। একটা পরিবারের মত। তাই তো, সেরার সেরা পুরস্কার কে পাচ্ছেন, সেইদিকে নজর থাকে তাঁদের। কে কোন বিভাগে পুরস্কার পেলেন? জেনে নিন..
- সেরা অভিনেত্রী : অঙ্কিতা মল্লিক ( জগদ্ধাত্রী )
- সেরা অভিনেতা : দিব্যজ্যোতি দত্ত ( অনুরাগের ছোঁয়া )
- সেরা বউমা: স্বস্তিকা ঘোষ ( দীপা অনুরাগের ছোঁয়া )
- সেরা ছেলে : গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়া ) রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেল )
- সেরা খলনায়ক : অনিন্দ্য চট্টোপাধ্যায় ( রাহুল - গাঁটছড়া )
- সেরা মা : জুন মালিয়া ( গাঁটছড়া )
- সেরা সহ অভিনেত্রী : অরিজিতা মুখোপাধ্যায় ( নিম ফুলের মধু )
- সেরা সঞ্চালক : অঙ্কুশ হাজরা ( ড্যান্স বাংলা ড্যান্স )
- সর্বকালীন অভিনয় পুরস্কার : সুমন্ত মুখোপাধ্যায়
- সেরা শাশুড়ি : রূপাঞ্জনা মিত্র ( অনুরাগের ছোঁয়া )
- মরণোত্তর সম্মান : ঐন্দ্রিলা শর্মা
- জনপ্রিয় ধারাবাহিক : জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া
পুরস্কারের তালিকায় আছেন আরও অনেকেই। সেরা খলনায়িকার সংখ্যা নেহাতই কম নয়। এছাড়াও বিশেষ অনুপ্রেরণা চরিত্র হিসেবে পুরস্কৃত সব্যসাচী চৌধুরী ( রামপ্রসাদ )। অন্যান্য পুরস্কারে রয়েছেন কৌশিক সেন ( গোধূলি আলাপ )।