বিদেশি প্রেমিকার সঙ্গে আংটি বদল অভিনেতা গৌরবের

কবে বসছে বিয়ের আসর?

কবে বসছে বিয়ের আসর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
telly actor famous krishna gourab got engaged

আংটি বদল গৌরবের

আবারও টেলি দুনিয়ায় বিয়ের আসর। সম্পর্কে সিলমোহর দিলেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন, বিদেশিনী প্রেমিকার সঙ্গে। অবশেষে খুশির সময়। আংটি দিয়ে বিয়ের প্রস্তাব থেকে সেই আবেগঘন মুহূর্ত - সবকিছুই ফ্রেমবন্দি করেছেন তিনি।

Advertisment

বিয়ের কারণেই উড়ে গিয়েছেন বৃন্দাবনে। লাল রং এর পাঞ্জাবী পরে নিজের কাছের মানুষকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। এদিকে যেন বিশ্বাসই করতে পারছেন না তার প্রেমিকা ডায়না। বিদেশিনী হলেও কৃষ্ণ প্রেমে মাতোয়ারা তিনি। পরনে সাদা লাল পাড় শাড়ি, সাবেকি সাজে মন কেড়েছেন বিদেশিনী বঙ্গ বধূ।

আগস্ট মাসের ৮ তারিখই এনগেজমেন্ট সেরেছেন দুজনে। ব্যাকগ্রাউন্ডে বাজছে কৃষ্ণের বাঁশি। গৌরব নিজেও কৃষ্ণ ভক্ত। গলায় মালা, একে অপরের হাতে হাত রেখেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও শেয়ার করলেন তারা। এদিকে গৌরবের এনগেজমেন্টের ছবি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কারণ?

জেসমিন রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন গৌরব। সেই সম্পর্কের ইতি ঘটেছে বেশ কিছুদিন হল। কিন্তু অনেকেই সেই খবর জানতেন না বলেই জানা যাচ্ছে। আবার শুভেচ্ছাও জানালেন অনেকে। গৌরব টেলি পাড়ায় কৃষ্ণ হিসেবেই পরিচিত মুখ। সকলকে সামনে রেখেই এনগেজমেন্ট সেরেছেন অভিনেতা। হাতে ডায়মন্ডের রিং, এখন শুধুই বিয়ের আসর বসায় অপেক্ষা।

tollywood Bengali Serial Bengali Television Entertainment News Tollywood Television star