/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/308023296_615652123561880_7826965103839431658_n.jpg)
নিজের মৃত্যুর খবর দেখে কী বলছেন?
শুটিং করতে করতে যদি আচমকাই নিজের মৃত্যু খবর কানে আসে? ঠিক কেমন লাগে ভাবতেও পারেন? কোনও সিনেমা কিংবা সিরিয়ালের পর্দায় নয় বরং এই ঘটনা ঘটেছে বাস্তবে। নিজেই নিজের মৃত্যুর খবর স্বচক্ষে দেখেছেন বাংলা সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেতা। প্রসঙ্গে রাহুল দেব বোস।
নতুন ধারাবাহিক নবাব নন্দিনীতে তাঁকে দেখা যাচ্ছে। খলনায়ক হয়েই আবারও ফিরেছেন পর্দায়। তাঁর মধ্যেই এমন এক খবর। নিঃসন্দেহে সকলের কাছেই খুব বেদনাদায়ক। শুটিং করছেন তার মধ্যেই ফোনে পপ আপ, সকলকে কাঁদিয়ে চলে গেলেন রাহুল! নিজের কাছেও অবিশ্বাস্য। খবর চাউর হতেই একের পর এক ফোন। পরিবার, আত্মীয়স্বজন থেকে বন্ধুবান্ধব, খোঁজ নিতে ফোন করেছেন অনেকেই। এহেন খবরে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। তাই, সত্যিটা জানাতেই হত।
আরও পড়ুন < একই ছবি দেখে দেখে বিরক্ত! ‘মজা দেখাবো…’, রেগেমেগে ধমক দিলেন সৌমিতৃষা >
নিজের সোশ্যাল মিডিয়ায় রাহুল শেয়ার করলেন সেই নিউজের লিংক। এবং জানিয়ে দিলেন কোনও দুর্ঘটনা ঘটেনি। বরং একদম সুস্থ আছেন। লিখলেন, "খুব খারাপ জোক, তবে জেনে রাখুন আমি এখনও মরে যাইনি.. ধন্যবাদ"। অভিনেতার এই একটি পোস্টে বেশ স্বস্তিতে তাঁর ভক্তরা। যদিও এই প্রসঙ্গে নিজেও যথেষ্ট বিরক্ত তিনি। এক সংবাদ মাধ্যমে জানালেন, বাস্তবে তো বেচেঁ আছেন। কিংবা ধারাবাহিকেও মৃত্যু হচ্ছে না। তবে কেন?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/image-10-edited.png)
এর আগেও প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে মহিম সেন হিসেবে অভিনয় করেছিলেন। আবার এই ধারাবাহিকেও নেগেটিভ চরিত্রে। তাঁর এই ভুয়ো মৃত্যুর খবরে চমকে উঠেছিলেন অনেকেই। তবে, তিনি ভাল আছেন, সুস্থ আছেন।