Advertisment

শুটিং করতে গিয়েই পায়ে জোরালো চোট রুবেলের! ভয়ঙ্কর চিন্তিত প্রেমিকা শ্বেতা

কী হয়েছে অভিনেতার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rubel das, sweta bhattacharya, rubel-sweta, sweta rubel relationship, sweta rubel serial, rubel injured himself, rubel is in danger, রুবেল-শ্বেতা, শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস, টলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

শ্বেতা-রুবেল

অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় জোরালো বিপদ। দুর্ঘটনার কবলে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। মন ভাল নেই প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের।

Advertisment

টেলিভিশনে অভিনয়ের প্রয়োজনেই লাফ দিয়ে গিয়ে ভয়ঙ্কর বিপদে অভিনেতা। নিম ফুলের মধু ধারাবাহিক এখন কামাল করছে TRP দৌড়ে। দৃশ্যের প্রয়োজনে অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছিল। আর সেটাই বোধহয় কাল হল রুবেলের পক্ষে। অভিনয় করতে গিয়েই উচুঁ থেকে লাফ দিতে হয় তাঁকে। আর সেই করতে গিয়েই পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর। রুবেলের যে এহেন বিপদ হয়েছে একথা জানান শ্বেতা নিজেই।

সোশ্যাল মিডিয়ায় তিনি রুবেলের ছবি পোস্ট করেই লেখেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি। আমি জানি তুমি খুব সাহসী এবং জলদি সুস্থ হয়ে উঠবে। তুমি ভাল তাই তোমার সঙ্গে খারাপ কিছু হতেই পারে না। শুধুমাত্র কিছুদিনের অপেক্ষা। তারপর, আবার সব আগের মত হয়ে যাবে"। কিন্তু, কী হয়েছে তাঁর? সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, লাফ দিতে গিয়েই দুই পায়ের গোড়ালি ভেঙেছে তাঁর। এখন ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। নইলে প্রয়োজনে অস্ত্রোপচার করাতে হতে পারে।

আরও পড়ুন < ব্যবসা লাটে ওঠার পিছনে দায়ী একজনই! প্রকাশ্যে দোষ দিলেন মানসী সিনহা >

অভিনেতা লিডিং হিরো হিসেবেই রয়েছেন এই ধারাবাহিকে। সেখানে ছয় মাসের বিশ্রাম মানে, এক বিরাট দিনের গ্যাপ। নায়ক ছাড়া সিরিয়াল? এও সম্ভব? কিভাবে গল্প এগিয়ে নিয়ে যাওয়া যায় এখন এটাই দেখার। অন্যদিকে, উদ্বিগ্ন ভক্তরাও। রুবেলের সুস্থতা কামনা করেছেন তাঁরা। অন্যদিকে, পরিবারের সকলের এখন একটাই ইচ্ছে, যেন বিশ্রামেই সুস্থ হয়ে যান অভিনেতা। অস্ত্রোপচারের যেন প্রয়োজন না পড়ে।

tollywood Entertainment News
Advertisment