/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/sangha.jpg)
sanghashri sinha- কী এমন করতেন তিনি? ছবি-ইনস্টা
Tollywood News: অভিনয় করার আগে হাতে ধরে কতরকমের কাজ শেখা যায় সেটা বোধহয় অভিনেত্রী সঙ্ঘশ্রী ( Sanghashri Sinha ) করেছেন। রাজ চক্রবর্তী (Rraj Chakraborty ) পরিচালিত লে ছক্কা ছবি থেকেই তাঁর পরিচিতি। তারপর, একাধিক ছবি থেকে টেলিভিশন তিনি অভিনয় করেছেন। এখানেই শেষ না।
নিজের অতিরিক্ত ওজনের জন্য তিনি আলোচনায় এসেছেন বহুবার। যদিও, সেই নিয়ে কোনোদিন তোয়াক্কা করেননি তিনি। তবে, তিনি যে বেজায় ডানপিটে ছিলেন একথা কেউ বিশ্বাস করতে পারবে? ঘরে ঘরে জি বাংলার মঞ্চে, তাঁর মা কীর্তি ফাঁস করলেন অভিনেত্রীর। তিনি কী কী করতেন মালদায় থাকতে?
বহুবছর হল তিনি কলকাতায় এসেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকেই তাঁর মা তাঁকে মালদা থেকে কলকাতা পাঠাতে উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু কেন? সঙ্ঘশ্রীর মা বললেন, "স্কুল থেকে রোজ কমপ্লেন আসত। দুদিন যেতে না যেতেই শিক্ষিকাদের অভিযোগ থাকত, ও নাকি প্রচুর কথা বলে। তারপর, হঠাৎ একদিন তলব হল বাড়িতে, ও নাকি স্কুলের কম্পিউটার শিক্ষককে মের দিয়েছে। এই শুনে তো আমি 'থ'।" এবারই, নিজের হাসি চেপে রাখতে পারলেন না সঞ্চালক অপরাজিতা।
আরও পড়ুন - Anupam Roy: হরিদ্বারে বাবামায়ের অন্ধবিশ্বাসে বলি এক শিশু, মুক্তি-যুক্তির ভিড়ে মর্মাহত অনুপম রায়
হো হো করে হেসে উঠলেন তিনি। তারপরই অভিনেত্রী নিজেই বলেন, "মনে আছে আমার ক্লাস টুয়েলভ পাশ করার পর মা আমায় বেশিদিন সেখানে সহ্য করেনি। এক দুই সপ্তাহ, তারপরই সোজা কলকাতায় পাঠিয়ে দিয়েছে। মা, মানে আর নিতে পারছিল না।" তারপরই সঙ্ঘশ্রী সাফ জানান, কলকাতায় এসে একেরপর এক কাজ করেছেন। শুধু তাই নয়, কী করেননি? সহকারী পরিচালক থেকে এপি হেড, অভিনয়, কাস্টিং অনেক পেশাই বেছে নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগে তিনি অভিনয় করলেন ফাটাফাটি ছবিতে। সিরিয়ালে বেশ পরিচিত মুখ তিনি। তাঁর বিয়ের গল্পও বেশ মজার। সেকথাও শেয়ার করেছেন তিনি। আর এবার, ছোটবেলার গল্প বলে, তিনি ফের নজরে এসেছেন।