Advertisment
Presenting Partner
Desktop GIF

হিন্দু হয়েও নামাজ পড়ছেন টেলি তারকার কন্যা! ক্রোধে ফেটে পড়লেন হিন্দুত্ববাদীরা

ধর্মের কারণে রোষানলে একরত্তি!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jay bhanushali, mahi vij, jay mahi daughter tara, jay bhanushali daughter, jay bhanushali tv actor, জয় ভানুশালী, hindu actor doing namaz, নামাজ পড়ছেন জয়ের মেয়ে, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

নামাজ পড়ছেন জয়-কন্যা

ফের ধর্ম নিয়ে কাটাছেঁড়া! একরত্তি বাচ্চাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য। টেলিভিশন তারকা জয় ভানুশালী এবং মাহি ভিজের কন্যা তারাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। হিন্দু হয়েও ইসলামের ইবাদত!

Advertisment

একরত্তি খুদে তারা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। মা বাবার সমাজমধ্যমেও তাঁকে দেখা যায়। এবার, সেই একরত্তিকে নিয়েও কটু কথার শেষ নেই। জায়নামাজে বসে হাত উঠিয়ে দুয়া চাইছেন তারা। নামাজ পড়ছে সেই কন্যা আর তাতেই রেগে আগুন বেশিরভাগ। তাঁকে, আগে কোনদিন, হিন্দু দেবদেবীর পুজো করতে দেখা না গেলেও নামাজ পড়তে দেখে হিন্দুত্ববাদীদের বক্তব্য...

বাবা জয় এবং মা মাহিকে তুলোধোনা করলেন বেশিরভাগ। তাদের কথায়, মেয়েকে এগুলো কী শিক্ষা দিচ্ছেন? আবার কেউ কেউ এও বললেন, ইসলামের সন্তানরা কখনোই তাঁর বাচ্চাকে হনুমান চলিশা পড়াতে শেখাবেন না। কেউ কেউ তো প্রকাশ্যে এও বললেন, আপনাদের শিক্ষার কারণেই আজ ভারতবর্ষের এ অবস্থা। এর থেকে ওকে আমাদের ঈশ্বরের পুজো করতে শেখান।

আরও পড়ুন < ‘ তুমি আমার রক্তের হলেও ও আমার মনের…’, ভাই রণবীরের থেকে বেশি আমল পেলেন হিরো… >

জয় এবং মাহি দুজনেই বেশ জনপ্রিয়। কিন্তু, পয়সার চক্করে এসব করেছেন তাঁরা? অভিযোগ উঠল দুই তারকার দিকেও। বিয়ের অনেকবছর পরেই তারাকে সন্তান হিসেবে পেয়েছেন তাঁরা। জয়, নিজের সমাজকল্যাণ কাজের কারণেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু সমাজমাধ্যমের পাতায়...

নেতিবাচক মন্তব্য এর সঙ্গে সঙ্গেই দেখা গেল বেশ কিছু প্রশংসা। যেমন? কেউ কেউ লিখলেন, ঈশ্বর শিশুদের ওপর সবসময় আশীর্বাদ প্রদান করেন। আপনার সন্তানও তাঁর আলোয় থাকবেন। আবার কেউ কেউ বললেন, বাচ্চাকে সর্বধর্ম সমন্বয়ের যে বাণী শেখাচ্ছেন সেটা খুব ভাল।

bollywood Entertainment News
Advertisment