scorecardresearch

কলকাতার বিখ্যাত রেস্তোরাঁর খাবারে আরশোলা! গর্জে উঠলেন টেলি-অভিনেত্রী মিষ্টি সিং

সোশ্যাল মিডিয়ায় সমস্ত সত্যি সামনে আনলেন অভিনেত্রী

Telly actress Misty Singh shared famous restaurants foods unhealthy cockroach flies
খাবারে আরশোলা!

পাঁচতারা হোটেলের খাবারে চুল কিংবা তাতে মশার উপদ্রব, এমন ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই। এবার কিনা আরশোলা! নিজের পছন্দের রেস্তোরাঁতে খেতে গিয়েই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন টেলিপাড়ার জনপ্রিয় মুখ মিষ্টি সিং। কিছুদিন আগেই শেষ করেছেন আলতা ফড়িঙের শুটিং।

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি। নিজের ইউটিউব চ্যানেলেও ব্লগ বানান, সেখানেও তাঁর অনুরাগী সংখ্যা কম নয়। একের পর এক সিরিয়ালে নানান চরিত্রে তাঁকে দেখা যায়। এবার নিজের পাঁচতারা হোটেলে কেক খেতে গিয়েই পড়েছেন ফ্যাসাদে। খাবারের উপর উড়ছে আরশোলা! সেই ঘটনাই লেন্সবন্দি করেছেন তিনি। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করেছেন।

সংবাদমাধ্যমে তিনি বললেন, “হোটেলের কেক আমার খুব পছন্দের। সেই কেক খেতে গিয়েই দেখলাম আরশোলা উড়ে বেড়াচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম, যারা দায়িত্বে ছিল তারা বলল এগুলো আজকের ফ্রেশ খাবার। সেইজন্যই আমি ভিডিও করি”। এখানেই শেষ নয়। খাবারের কারণে নানান সময় নানান কিছুর সম্মুখীন হয়েছেন অনেকে। কখনও প্লেনের খাবারের বিরুদ্ধেও অভিযোগ এসেছিল সেলেবদের তরফে। অভিনেত্রীর ভিডিও আপলোডের পর থেকেই তাঁর কাছে ফোন আসে হোটেল কর্তৃপক্ষের।

অভিনেত্রীর কথায়, “আমি ভয় পেলেও ভিডিও ডিলিট করতে রাজি হইনি। শুধু তাই নয়, ওনারা ক্ষমা চাইলেন, অনেক অনুরোধ করলেন। কিন্তু আমি সাফ জানিয়েছি আরও অনেক কাস্টমার ওখানে খেতে যান। তাদের থেকেও ক্ষমা চান, তাহলেই ভেবে দেখব ডিলিট করার কথা”।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Telly actress misty singh shared famous restaurants foods unhealthy cockroach flies