আচমকাই অসুস্থ! হাসপাতালে ভর্তি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৈরীতি বন্দোপাধ্যায়

এখন কেমন আছেন তিনি?

এখন কেমন আছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sairiti banerjee, thik jeno love story actress sairiti banerjee, sairiti banerjee actress, sairiti banerjee admitted, sairiti banerjee tollywood, sairiti banerjee entertainment news

অসুস্থ অভিনেত্রী

আচমকাই অসুস্থ! হাসপাতালে ভর্তি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৈরিতি বন্দোপাধ্যায়। কী হয়েছিল অভিনেত্রীর? যে হাসপালে ভর্তি হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হল?

Advertisment

নিজের সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছিলেন তিনি। হাতে লাগানো স্যালাইন, হঠাৎ করে হল অভিনেত্রীর? সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, আচমকাই শরীর খারাপ। তারপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তবে আপাতত ভাল আছেন। কিন্তু হয়েছিল কী?

অভিনেত্রী জানান, হঠাৎ করেই চোখ খুলতে পারছিলেন না তিনি। শরীর অসুস্থ লাগছিল। পেটের সমস্যার কারণে ওষুধ খাচ্ছিলেন। কিন্তু, তারপরেও শরীর ঠিক হচ্ছিল না। সম্ভবত, ডি হাইড্রেশন হয়ে যাওয়াতে এতটা অসুস্থতা। কিন্তু, ছাড়া পেয়ে যাবেন পরশু। তাই অনেকটাই নিশ্চিন্ত এখন। মেয়ে একদম ছোট, সে বাড়িতেই রয়েছে।

publive-image
Advertisment

অভিনেত্রীর সঙ্গে হাসপাতালে উপস্থিত রয়েছেন তার স্বামী। আপাতত, কিছুদিনের জন্য শুটিং বন্ধ। টুম্পা অটোওয়ালিতে তাঁকে দেখা যাচ্ছে। অনেকদিন দূরেই ছিলেন ছোটপর্দা থেকে। দীর্ঘদিন পর ফিরেছেন। মাঝেমধ্যেই, তাঁকে ইন্ডাস্ট্রির নানা পার্টিতে দেখা গেলেও বেশিরভাগ সময় নিজের পরিবারকেই দেন তিনি।

tollywood Entertainment News